ফের রেলযাত্রায় গোলযোগ। সোমবার সকালে প্ল্যাটফর্ম ছেড়ে প্রায় ৫০০ মিটার এগিয়ে গিয়ে থামল ট্রেন। বিধাননগর স্টেশনে আচমকা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ডাউন রানাঘাট লোকালের যাত্রীরা।
এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন নিত্যযাত্রীরা। আতঙ্কিত হয়ে রেললাইনের উপরেই ট্রেন থেকে লাফিয়ে নামেন যাত্রীরা। কিন্তু কী কারণে এমন ঘটনা ঘটল? সিগন্যালের সমস্যা না কি চালকের গাফিলতি ? তারই কারণ খতিয়ে দেখছে রেল পুলিশ।