Wednesday, November 12, 2025

ইন্ডিয়া ফার্স্ট, সিটিজেনস ফার্স্ট: বাজেট অধিবেশনের আগে বার্তা মোদির

Date:

আগামিকাল অর্থাৎ বুধবার সংসদে পূর্ণাঙ্গ বাজেট(Budget Session) পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন(Nirmala Sitaraman)। দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর(Draupadi Murmu) ভাষণের পর পেশ হতে চলেছে এই বাজেট। তবে তার আগে বাজেটের সুর বেধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। জানিয়ে দিলেন, ইন্ডিয়া ফার্স্ট, সিটিজেনস ফার্স্ট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিশ্চিত ভাবে সেই কথা মাথায় রেখেই বাজেট পেশ করবেন।

এদিন অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “বিশ্বজুড়ে আর্থিক মন্দার মধ্যে সকলের নজর ভারতের দিকেই। বিজেপি সরকারের বাজেটই আশার আলো দেখাবে। সাধারণের কথা ভেবেই বাজেট তৈরি হয়েছে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএয়ের সরকারের একটাই লক্ষ্য, ইন্ডিয়া ফার্স্ট, সিটিজেনস ফার্স্ট। অর্থাৎ সবার আগে দেশ, সবার আগে দেশবাসী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিশ্চিত ভাবে সেই কথা মাথায় রেখেই বাজেট পেশ করবেন।” পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, “আমাদের অর্থমন্ত্রীও একজন মহিলা। আরও একবার তিনি বাজেট পেশ করবেন। বিশ্বের বর্তমান পরিস্থিতিতে শুধু ভারতই নয়, গোটা বিশ্বের নজর থাকবে বুধবারের বাজেটের দিকে।”

এছাড়া এদিন সংসদে যৌথ অধিবেশনের ভাষণে আত্মনির্ভরতার উপর জোর দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বলেন, ২০৪৭ সালের মধ্যে এমন ভারত গড়তে হবে, যা অতীত গৌরব আর অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন হয়ে উঠবে। আত্মনির্ভর, দারিদ্র মুক্ত, যুবশক্তিতে ভরপুর ভারত তৈরিই লক্ষ্য। এরপরই যোগ করেন, বিগত কয়েক বছরে দেশে অনেক পরিবর্তন হয়েছে। গোটা বিশ্বের ভারতকে দেখার নজর বদলে গিয়েছে। বর্তমানে দুনিয়ার নানা সমস্যা সমাধানের মাধ্যমে পরিণত হয়েছে ভারত। রাষ্ট্রপতির মুখে উঠে আসে এলওসি থেকে এলএসিতে ভারতীয় সেনার পরিক্রম, মোদি সরকারের তিন তালাকের বিলোপ, একদেশ এক রেশন কার্ডের মতো পদক্ষেপের বিষয়গুলি।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version