Sunday, August 24, 2025

দেশ জুড়ে বাজেট (Central Budget 2023 -24 )নিয়ে তুঙ্গে চর্চা। কেন্দ্রীয় ২০২৩-২৪ অর্থবর্ষে এবারের বাজেটে একাধিক জিনিসের দাম বাড়াল কেন্দ্রীয় সরকার (Central Government)। তবে ভোটমুখী বাজেটে ফের পাত্তা পেল না বিনোদন। একটা শব্দও উচ্চারণ করলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman)। কিন্তু সত্যিই কি বিনোদন জগতের এই বাজেট থেকে কিছু প্রত্যাশা ছিল? সহজ উত্তর ‘না’। কেন্দ্রের বিজেপি সরকার (BJP Government) প্রতিমুহূর্তে সিনে জগতের কাজকর্মে ব্যঘাত ঘটাতে সিদ্ধহস্ত বলেই মনে করেন ফিল্ম সমালোচকরা । একের পর এক বয়কট ট্রেন্ডে কার্যত কুপোকাত করার চেষ্টা হল বিনোদন জগতকে। সাম্প্রতিক অতীতেও সেই ছবি ধরা পড়েছে। এরপর বুধবারের বাজেটে কেন্দ্রীয় বরাদ্দের কিছু আদৌ বিনোদন জগতের (Entertainment Industry) ভাগ্যে জোটে কী না তা জানতে চেয়েছিল সিনে দুনিয়া (Cine Industry)। কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি, এক পয়সাও বরাদ্দ পেল না বলি-টলি-টেলি।

বাজেটে বরাবরই অবহেলিত বিনোদন জগত। আজ পর্যন্ত কোন সরকারই অন্যান্য শিল্পের মতো ফিল্ম ইন্ডাস্ট্রিকে গুরুত্ব দিয়ে দেখেনি । মোদি সরকারের এই বাজেটেও সেই ঘটনাই ঘটল। অর্থমন্ত্রী প্রায় ঘন্টা দেড়েক ধরে বাজেট পেশ করলেন। অথচ একটা শব্দও বের করলেন না বিনো দুনিয়া নিয়ে। প্রতিবছর বাজেটের আগেই বিনোদন জগত, তা সে টেলিভিশন হোক, সিনেমা হোক বা ওটিটি, সরকারের কাছে নতুন কিছু শোনার আশায় বসে থাকে ৷ মোদি সরকারের দ্বিতীয় পর্বে এটাই শেষ বড় বাজেট পেশ হল। বিনোদন জগতের জন্য় কিছু সুরাহার ব্যবস্থা করা হবে বলে আশা করেছিলেন সকলেই। কিন্তু সেখানেও নিরাশ হতে হল তারকাদের।

Related articles

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...
Exit mobile version