Tuesday, December 16, 2025

প্রয়াত লাল-হলুদের শিল্ড ফাইনালের নায়ক পরিমল দে, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত প্রাক্তন ফুটবলার পরিমল দে। ইস্টবেঙ্গলের এই প্রাক্তনীর বয়স হয়েছিল ৮২ বছর। মঙ্গলবার রাত সাড়ে ১২টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ময়দানে ফুটবলপ্রেমীদের কাছে জংলা নামে সুপরিচিত ছিলেন।  ১৯৭০ সালের শিল্ড ফাইনালে ‘পাস’ ক্লাবের বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচের নায়ক ছিলেন তিনি।ইরানের ‘পাস’ ক্লাবের বিরুদ্ধে ফাইনাল ম্যাচের শেষ মুহূর্তে মাঠে নেমে খেলার ফল বদলে দিয়েছিলেন পরিমল দে। প্রথম একাদশে না থেকেও গোল করে দলকে জয় এনে সেদিন নায়ক হয়ে সবার কাঁধে চড়ে ইস্টবেঙ্গলের তাঁবুতে ফিরেছিলেন গ্যালারির প্রিয় জংলা। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলার ফুটবল মহল।

প্রসঙ্গত, ১৯৬৪ সালে উয়াড়ি থেকে ইস্টবঙ্গলে যোগ দিয়েছিলেন এই অশীতিপর ফুটবলার। ফরোয়ার্ড হিসাবে লাল-হলুদের হয়ে টানা ৬ বছর খেলেছেন তিনি। ১৯৬৮ সালে দলের অধিনায়কও হয়েছিলেন। ২০১৪ সালে তাঁকে জীবনকৃতী সম্মান দেয় ইস্টবেঙ্গল।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি লিখেছেন, বিশিষ্ট ফুটবলার পরিমল দের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি ফুটবলার পরিমল দে ময়দানে ‘জংলাদা’ ও ‘গ্ল্যামার বয়’ নামে পরিচিত ছিলেন। ১৯৭০ সালে আইএফএ শিল্ড ফাইনালে তিনি নায়কের ভূমিকা পালন করেছিলেন।পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৮-১৯ সালে ‘বাংলার গৌরব’ সম্মান প্রদান করে। এছাড়া তিনি ‘জীবনকৃতী’-সহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন। তাঁর প্রয়াণে ক্রীড়া জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি পরিমল দের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

spot_img

Related articles

জরুরি অবতরণের সময় কারখানার ছাদে ভেঙে পড়ল প্রাইভেট জেট, মৃত ৭

মেক্সিকোয় জরুরি অবতরণ (Mexico Plane Accident) করতে গিয়ে কারখানার ছাদে ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। দুর্ঘটনার পরপরই বিমানে...

২৫ কোটি নয়, গ্রিন পাবেন রিঙ্কুর সমান মূল্য, দল গঠনে চমক কেকেআরের

রাজস্থান এবং চেন্নাই সুপার কিংসকে টেক্কা দিয়ে  ক্যামেরন   গ্রিনকে(Cameron Green) শেষ পর্যন্ত ২৫.২০ কোটিতে কিনল কেকেআর। শুধু কেকেআর...

মহাত্মা গান্ধীর ছবি হাতে সংসদে সরব বিরোধীরা: মনরেগা প্রকল্পের নাম বদলের প্রতিবাদ

১০০ দিনের প্রকল্পের নাম ও প্রকল্পের একাধিক শর্ত বদল নিয়ে মঙ্গলবার সংসদে বিল পেশ হওয়ার কথা ছিল। নিয়মমতো...

কমিশনের তালিকায় জীবিত কাউন্সিলর হলেন মৃত! প্রতিবাদ করলেন শ্মশানে গিয়ে

বেঁচে আছেন ডানকুনির তৃণমূল কংগ্রেস কাউন্সিলর (Trinamool Congress Councillor)। তবে তিনি মৃত নির্বাচন কমিশনের কাছে। মঙ্গলবার কমিশনের প্রকাশিত...