Wednesday, August 20, 2025

প্রয়াত লাল-হলুদের শিল্ড ফাইনালের নায়ক পরিমল দে, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

প্রয়াত প্রাক্তন ফুটবলার পরিমল দে। ইস্টবেঙ্গলের এই প্রাক্তনীর বয়স হয়েছিল ৮২ বছর। মঙ্গলবার রাত সাড়ে ১২টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ময়দানে ফুটবলপ্রেমীদের কাছে জংলা নামে সুপরিচিত ছিলেন।  ১৯৭০ সালের শিল্ড ফাইনালে ‘পাস’ ক্লাবের বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচের নায়ক ছিলেন তিনি।ইরানের ‘পাস’ ক্লাবের বিরুদ্ধে ফাইনাল ম্যাচের শেষ মুহূর্তে মাঠে নেমে খেলার ফল বদলে দিয়েছিলেন পরিমল দে। প্রথম একাদশে না থেকেও গোল করে দলকে জয় এনে সেদিন নায়ক হয়ে সবার কাঁধে চড়ে ইস্টবেঙ্গলের তাঁবুতে ফিরেছিলেন গ্যালারির প্রিয় জংলা। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলার ফুটবল মহল।

প্রসঙ্গত, ১৯৬৪ সালে উয়াড়ি থেকে ইস্টবঙ্গলে যোগ দিয়েছিলেন এই অশীতিপর ফুটবলার। ফরোয়ার্ড হিসাবে লাল-হলুদের হয়ে টানা ৬ বছর খেলেছেন তিনি। ১৯৬৮ সালে দলের অধিনায়কও হয়েছিলেন। ২০১৪ সালে তাঁকে জীবনকৃতী সম্মান দেয় ইস্টবেঙ্গল।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি লিখেছেন, বিশিষ্ট ফুটবলার পরিমল দের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি ফুটবলার পরিমল দে ময়দানে ‘জংলাদা’ ও ‘গ্ল্যামার বয়’ নামে পরিচিত ছিলেন। ১৯৭০ সালে আইএফএ শিল্ড ফাইনালে তিনি নায়কের ভূমিকা পালন করেছিলেন।পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৮-১৯ সালে ‘বাংলার গৌরব’ সম্মান প্রদান করে। এছাড়া তিনি ‘জীবনকৃতী’-সহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন। তাঁর প্রয়াণে ক্রীড়া জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি পরিমল দের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

Related articles

চন্দ্রনাথের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি রাজভবনের, আদালতে হাজিরার নির্দেশ

প্রাথমিক নিয়োগ মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দিল রাজভবন (Rajbhavan)। কারামন্ত্রীর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া...

সুস্পষ্ট নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে!

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ পূর্বাভাস মতোই স্থলভাগে প্রবেশ করতেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যার প্রভাবে মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তন...

সুখবর! ক্ষুদ্র শিল্প শ্রমিকদের জন্য বাড়ল বোনাস, চুক্তি স্বাক্ষর রাজ্যের

দুর্গাপুজোর আগে বিরাট সুখবর শোনাল রাজ্য সরকার (State Government)। রাজ্যের প্রায় দেড়শো স্পঞ্জ আয়রন, ফেরো অ্যালয় ও রোলিং...

বার্ষিক আয়-ব্যয়ের হিসেব মেলেনি! ২৩ পুরসভার বিরুদ্ধে কড়া রাজ্য

বার্ষিক আয়-ব্যয়ের হিসেব জমা না দেওয়ায় রাজ্যের ২৩ পুরসভার বিরুদ্ধে রাজ্য সরকার (State Government) কঠোর অবস্থান নিচ্ছে। পুর...
Exit mobile version