Tuesday, December 16, 2025

প্রয়াত লাল-হলুদের শিল্ড ফাইনালের নায়ক পরিমল দে, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

প্রয়াত প্রাক্তন ফুটবলার পরিমল দে। ইস্টবেঙ্গলের এই প্রাক্তনীর বয়স হয়েছিল ৮২ বছর। মঙ্গলবার রাত সাড়ে ১২টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ময়দানে ফুটবলপ্রেমীদের কাছে জংলা নামে সুপরিচিত ছিলেন।  ১৯৭০ সালের শিল্ড ফাইনালে ‘পাস’ ক্লাবের বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচের নায়ক ছিলেন তিনি।ইরানের ‘পাস’ ক্লাবের বিরুদ্ধে ফাইনাল ম্যাচের শেষ মুহূর্তে মাঠে নেমে খেলার ফল বদলে দিয়েছিলেন পরিমল দে। প্রথম একাদশে না থেকেও গোল করে দলকে জয় এনে সেদিন নায়ক হয়ে সবার কাঁধে চড়ে ইস্টবেঙ্গলের তাঁবুতে ফিরেছিলেন গ্যালারির প্রিয় জংলা। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলার ফুটবল মহল।

প্রসঙ্গত, ১৯৬৪ সালে উয়াড়ি থেকে ইস্টবঙ্গলে যোগ দিয়েছিলেন এই অশীতিপর ফুটবলার। ফরোয়ার্ড হিসাবে লাল-হলুদের হয়ে টানা ৬ বছর খেলেছেন তিনি। ১৯৬৮ সালে দলের অধিনায়কও হয়েছিলেন। ২০১৪ সালে তাঁকে জীবনকৃতী সম্মান দেয় ইস্টবেঙ্গল।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি লিখেছেন, বিশিষ্ট ফুটবলার পরিমল দের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি ফুটবলার পরিমল দে ময়দানে ‘জংলাদা’ ও ‘গ্ল্যামার বয়’ নামে পরিচিত ছিলেন। ১৯৭০ সালে আইএফএ শিল্ড ফাইনালে তিনি নায়কের ভূমিকা পালন করেছিলেন।পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৮-১৯ সালে ‘বাংলার গৌরব’ সম্মান প্রদান করে। এছাড়া তিনি ‘জীবনকৃতী’-সহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন। তাঁর প্রয়াণে ক্রীড়া জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি পরিমল দের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

Related articles

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দর্শকদের টাকা ফেরানো নবান্নের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের টিকিট (Ticket) কেটেও যাঁরা দেখতে পারেননি, তাঁদের টাকা ফেরানোই এখন নবান্নের (Nabanna) অগ্রাধিকারের তালিকায় শীর্ষে।...

সম্পর্কের টানাপোড়েন! বান্ধবীকে কোপানোর পর চারতলা থেকে ঝাঁপ যুবকের

বান্ধবীকে খুন করে নিজেও চারতলা থেকে ঝাঁপ (Love Tringle)। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার পোস্তা এলাকায়। মঙ্গলবার দুপুরে পোস্তা...

ক্রিসমাসে আলোয় মোড়া হবে পার্ক স্ট্রিট-সহ রাজ্যের একাধিক শহর, সূচি জানালেন ইন্দ্রনীল

কলকাতায় ফের শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৫ (Kolkata Christmas Festival)। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন...

অনামীদের নিয়ে তুমুল দর কষাকষি, রাতারাতি কোটিপতি আকিব-প্রশান্তরা

মঙ্গলবার সৌদি আরবে বসেছিল আইপিএলের মিনি নিলাম।প্রত্যাশা মতোই বড় অঙ্কের দাম পেলেন ক্যামেরন গ্রিন। তবে চমক দিলেন তিন...
Exit mobile version