ঢাকঢোল পিটিয়ে বাজেট ঘোষণা হলো ঠিকই, তবে এ বাজেটে একেবারেই খুশি নয় দালাল স্ট্রীট। ফলস্বরূপ দিনের শেষে ৪৫ পয়েন্ট পড়ল নিফটি(Nifty)। যদিও ১৫৮ পয়েন্ট বৃদ্ধি দেখা গিয়েছে সেনসেক্সে(Sensex)। সব মিলিয়ে ২০২৩-২৪ বাজেটে একেবারেই হতাশ শেয়ার বাজার(Share Market)।

কেন্দ্রীয় বাজেট ঘোষণার দিনটি শেয়ার বাজারের অন্যতম বিশেষ দিন হিসেবে উল্লেখযোগ্য। ফলস্বরূপ বিশেষ এই দিনে বাজার খোলার পর শুরুতে তা বেশ খানিকটা ঊর্ধ্বমুখী হয়। তবে সময় যত গড়ায় মোদি সরকারের বাজেটে হতাশ হয়ে পড়েন বিনিয়োগকারীরা। যার জেরে দিনের শেষে শেয়ার বাজারের রিপোর্টে দেখা যায়, বিএসই সেনসেক্স (BSE Sensex) ১৫৮.১৮ পয়েন্ট বা ০.২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৯,৭০৮.০৮। এনএসই নিফটি (NSE Nifty) -৪৫.৮৫ পয়েন্ট বা -০.২৬ শতাংশ নেমে হয়েছে ১৭,৬১৬.৩০।

এছাড়াও কেন্দ্রীয় বাজেটে এদিন ঘোষণা করা হয়েছে, সোনার বারের উপর বহিঃশুল্ক বাড়বে। সে ক্ষেত্রে সোনার গয়নার দামও বাড়তে পারে। অর্থমন্ত্রী জানিয়েছেন, সোনার আমদানি শুল্ক বাড়ানো হবে না। বর্তমানে সোনার আমদানি শুল্ক ১৮.৪৫ শতাংশ। তা বাড়বে কি না, সে নিয়ে কোনও মন্তব্য করেননি অর্থমন্ত্রী। একইসঙ্গে রুপোর ক্ষেত্রে আমদানি শুল্ক ভাল মতোই বাড়বে। সোনা আর রুপোর আমদানি শুল্ক একই হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে ভারতে রুপোর উপর আমদানি শুল্ক ৭.৫ শতাংশ। আর সোনার ১৮.৪৫ শতাংশ। সোনার কাছাকাছি আমদানি শুল্ক হয়ে গেলে রুমোর দাম অনেকটাই বাড়বে এ কথা বলাই যায়। যদিও হিরের গয়নার দাম কমছে বলে জানানো হয়েছে বাজেটে।
