Wednesday, May 21, 2025

হতাশ দালাল স্ট্রিট! বাজেটের জেরে পড়ল নিফটি, বাড়ছে সোনা-রুপোর দাম

Date:

ঢাকঢোল পিটিয়ে বাজেট ঘোষণা হলো ঠিকই, তবে এ বাজেটে একেবারেই খুশি নয় দালাল স্ট্রীট। ফলস্বরূপ দিনের শেষে ৪৫ পয়েন্ট পড়ল নিফটি(Nifty)। যদিও ১৫৮ পয়েন্ট বৃদ্ধি দেখা গিয়েছে সেনসেক্সে(Sensex)। সব মিলিয়ে ২০২৩-২৪ বাজেটে একেবারেই হতাশ শেয়ার বাজার(Share Market)।

কেন্দ্রীয় বাজেট ঘোষণার দিনটি শেয়ার বাজারের অন্যতম বিশেষ দিন হিসেবে উল্লেখযোগ্য। ফলস্বরূপ বিশেষ এই দিনে বাজার খোলার পর শুরুতে তা বেশ খানিকটা ঊর্ধ্বমুখী হয়। তবে সময় যত গড়ায় মোদি সরকারের বাজেটে হতাশ হয়ে পড়েন বিনিয়োগকারীরা। যার জেরে দিনের শেষে শেয়ার বাজারের রিপোর্টে দেখা যায়, বিএসই সেনসেক্স (BSE Sensex) ১৫৮.১৮ পয়েন্ট বা ০.২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৯,৭০৮.০৮। এনএসই নিফটি (NSE Nifty) -৪৫.৮৫ পয়েন্ট বা -০.২৬ শতাংশ নেমে হয়েছে ১৭,৬১৬.৩০।

এছাড়াও কেন্দ্রীয় বাজেটে এদিন ঘোষণা করা হয়েছে, সোনার বারের উপর বহিঃশুল্ক বাড়বে। সে ক্ষেত্রে সোনার গয়নার দামও বাড়তে পারে। অর্থমন্ত্রী জানিয়েছেন, সোনার আমদানি শুল্ক বাড়ানো হবে না। বর্তমানে সোনার আমদানি শুল্ক ১৮.৪৫ শতাংশ। তা বাড়বে কি না, সে নিয়ে কোনও মন্তব্য করেননি অর্থমন্ত্রী। একইসঙ্গে রুপোর ক্ষেত্রে আমদানি শুল্ক ভাল মতোই বাড়বে। সোনা আর রুপোর আমদানি শুল্ক একই হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে ভারতে রুপোর উপর আমদানি শুল্ক ৭.৫ শতাংশ। আর সোনার ১৮.৪৫ শতাংশ। সোনার কাছাকাছি আমদানি শুল্ক হয়ে গেলে রুমোর দাম অনেকটাই বাড়বে এ কথা বলাই যায়। যদিও হিরের গয়নার দাম কমছে বলে জানানো হয়েছে বাজেটে।

Related articles

একনাগাড়ে বৃষ্টি- ধসে বিপর্যস্ত উত্তর সিকিম! বিপাকে পর্যটকরা, উদ্ধার কাজে সেনা

মৌসম ভবনের (IMD) পূর্বাভাস সত্যি করে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমের (Sikkim) বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার রাত থেকে মুন্সিথাঙে একনাগাড়ে...

কলকাতার আকাশে রহস্যময় ড্রোনের দেখা মিলতেই সতর্ক লালবাজার, রিপোর্ট চাইল কেন্দ্র

পহেলগাম হামলা এবং প্রত্যুত্তরে ভারতের অপারেশন সিন্দুরের (Operation Sindoor) পর দেশজুড়ে কড়া নিরাপত্তার পাশাপাশি সতর্ক রয়েছে বাংলাও। এই...

উত্তরের জেলা নিয়ে আজ রিভিউ বৈঠকে মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের জন্য ঢালাও প্রকল্প ঘোষণার পর আজ উত্তরকন্যায় পর্যালোচনা বৈঠক করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

বাতিল জিনিসপত্রে ভবিষ্যৎ বিজ্ঞানের খোঁজ, ‘হুলুস্থুল’ কাণ্ড অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের মঞ্চে!

অংশুমান চক্রবর্তীনাটক (Theatre) বলে জীবনের কথা। আবার বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কিছু কল্পনার সমাহারে বিন্যাস হয় নাট্য ভাবনার। বার্তা...
Exit mobile version