Saturday, November 8, 2025

ম্যানচেস্টার সিটি ছাড়লেন পর্তুগিজ তারকা জোয়াও কানসেলো, কেন জানেন?

Date:

ম্যানচেস্টার সিটি ছাড়লেন পর্তুগিজ তারকা জোয়াও কানসেলো। কেন জানেন? কোচ পেপ গার্দিওলার সঙ্গে বনিবনা হচ্ছিল না। ম্যান সিটি ছেড়ে কানসেলো এখন লিয়েনে যোগ দিয়েছেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে।

নিশ্চয়ই ভাবছেন কী এমন হলো যে এই তারকা ফুটবলার দল ছাড়লেন ? আর্সেনালের বিপক্ষে এফএ কাপের ম্যাচে প্রথম একাদশে জায়গা পান নি। স্বাভাবিকভাবেই ক্ষোভ উগড়ে দেন কোচের ওপর। আর তাতেই যেন আগুনে ঘি পড়ে! কোচ ও ক্লাবের সঙ্গে কানসেলোর সম্পর্ক পুরোপুরি তলানিতে এসে ঠেকেছে। এই ঘটনার জেরে শেষ পর্যন্ত ক্লাব ছাড়তে হলো এই ডিফেন্ডারকে। এক বিবৃতিতে কানসেলোকে লিয়েনে দলে টানার বিষয়টি নিশ্চিত করেছে বায়ার্ন।

এ মরসুমে মাঠে কম সময় পাওয়া নিয়ে আগে থেকেই বিরক্ত ছিলেন কানসেলো। এর মধ্যে গার্দিওলার সঙ্গে বিশ্বকাপের পর থেকে তাঁর সম্পর্কের পারদটাও ক্রমাগত নীচের দিকে নামছিল। পরিস্থিতির আরও অবনতি হলে ২৮ বছর বয়সী এই তারকা দল ছাড়ার হুমকি দেন।

জানা গেছে ‌, একপর্যায়ে বায়ার্ন থেকে ধারের প্রস্তাব আসার পর ক্লাবও তাঁকে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। আপাতত লিয়েনে গেলেও মরসুম শেষে ৬১ মিলিয়ন পাউন্ডে কানসেলোকে পাকাপাকিভাবে কিনে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চায় না বায়ার্ন।

সম্প্রতি একটি ম্যাচে গার্দিওলার সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্য বিনিময় কারো চোখ এড়ায়নি। উলভসের বিপক্ষে ম্যাচে তাঁকে প্রথম একাদশে না রাখায় খেলা শুরুর আগে সতীর্থরা যখন অনুশীলন করছিলেন, তখন কানসেলোকে বেঞ্চে বসে থাকতে দেখা গেছে।

কানসেলো বায়ার্নে চলে যাওয়ায় রক্ষণ সামলাতে সমস্যায় পড়তে হতে পারে সিটিকে। যদিও ক্লাবের তরফে জানানো হয়েছে, তাদের হাতে যথেষ্ট বিকল্প রয়েছে।

 

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...
Exit mobile version