Thursday, November 6, 2025

ম্যানচেস্টার সিটি ছাড়লেন পর্তুগিজ তারকা জোয়াও কানসেলো, কেন জানেন?

Date:

ম্যানচেস্টার সিটি ছাড়লেন পর্তুগিজ তারকা জোয়াও কানসেলো। কেন জানেন? কোচ পেপ গার্দিওলার সঙ্গে বনিবনা হচ্ছিল না। ম্যান সিটি ছেড়ে কানসেলো এখন লিয়েনে যোগ দিয়েছেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে।

নিশ্চয়ই ভাবছেন কী এমন হলো যে এই তারকা ফুটবলার দল ছাড়লেন ? আর্সেনালের বিপক্ষে এফএ কাপের ম্যাচে প্রথম একাদশে জায়গা পান নি। স্বাভাবিকভাবেই ক্ষোভ উগড়ে দেন কোচের ওপর। আর তাতেই যেন আগুনে ঘি পড়ে! কোচ ও ক্লাবের সঙ্গে কানসেলোর সম্পর্ক পুরোপুরি তলানিতে এসে ঠেকেছে। এই ঘটনার জেরে শেষ পর্যন্ত ক্লাব ছাড়তে হলো এই ডিফেন্ডারকে। এক বিবৃতিতে কানসেলোকে লিয়েনে দলে টানার বিষয়টি নিশ্চিত করেছে বায়ার্ন।

এ মরসুমে মাঠে কম সময় পাওয়া নিয়ে আগে থেকেই বিরক্ত ছিলেন কানসেলো। এর মধ্যে গার্দিওলার সঙ্গে বিশ্বকাপের পর থেকে তাঁর সম্পর্কের পারদটাও ক্রমাগত নীচের দিকে নামছিল। পরিস্থিতির আরও অবনতি হলে ২৮ বছর বয়সী এই তারকা দল ছাড়ার হুমকি দেন।

জানা গেছে ‌, একপর্যায়ে বায়ার্ন থেকে ধারের প্রস্তাব আসার পর ক্লাবও তাঁকে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। আপাতত লিয়েনে গেলেও মরসুম শেষে ৬১ মিলিয়ন পাউন্ডে কানসেলোকে পাকাপাকিভাবে কিনে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চায় না বায়ার্ন।

সম্প্রতি একটি ম্যাচে গার্দিওলার সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্য বিনিময় কারো চোখ এড়ায়নি। উলভসের বিপক্ষে ম্যাচে তাঁকে প্রথম একাদশে না রাখায় খেলা শুরুর আগে সতীর্থরা যখন অনুশীলন করছিলেন, তখন কানসেলোকে বেঞ্চে বসে থাকতে দেখা গেছে।

কানসেলো বায়ার্নে চলে যাওয়ায় রক্ষণ সামলাতে সমস্যায় পড়তে হতে পারে সিটিকে। যদিও ক্লাবের তরফে জানানো হয়েছে, তাদের হাতে যথেষ্ট বিকল্প রয়েছে।

 

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...
Exit mobile version