Monday, May 5, 2025

স্বাস্থ্য সাথীতে অনিয়মের অভিযোগ, ১০২টি হাসপাতালকে শোকজ, জরিমানা ১১ কোটি

Date:

Share post:

সতর্কবার্তা বার বার দেওয়া হয়েছে। কখনও তা মুখ্যমন্ত্রী দিয়েছেন, তো কখনও স্বাস্থ্য কমিশন। কিন্তু তারপরেও ঘুম ভাঙেনি। তাই এল বড়সড় ধাক্কা। স্বাস্থ্য সাথী প্রকল্পে অনিয়মের জন্য গত দেড় বছরে রাজ্যের ১০২টি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমকে শোকজ করেছে রাজ্য সরকার। পাশাপাশি রাজ্যের ৫৩টি নার্সিংহোম ও হাসপাতালকে করা হল প্রায় ১১ কোটি টাকার জরিমানা। কেননা এই বিপুল সংখ্যক নার্সিংহোম ও হাসপাতাল সরকারের গাইডলাইন না মেনে স্বাস্থ্যসাথী প্রকল্পে দুর্নীতি ঘটিয়ে চলছিল। এর পাশাপাশি বেশ কয়েক বছর ধরে রাজ্যের বেশ কিছু বেসরকারি নার্সিংহোম ও হাসপাতাল স্বাস্থ্যসাথী প্রকল্পে যুক্ত হতে চাইছিল না। শেষে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারিতে কাজ দিয়েছে। ৭০০ বেসরকারি নার্সিংহোম ও হাসপাতাল যোগ দিয়েছে রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পে।

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কোনও অনিয়ম যে বরদাস্ত করা হবে না, তা আগেই একাধিকবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কোনও বেসরকারি হাসপাতাল এই প্রকল্পের অন্তর্ভুক্ত না হলে যে তার লাইসেন্স বাতিল হতে পারে এমন বার্তাও তিনি একাধিকবার দিয়েছেন। শুধু তাই নয় স্বাস্থ্যসাথী প্রকল্পে যোগ দিয়েও আমজনতাকে সেই প্রকল্পের মাধ্যমে যথাযথ চিকিৎসা পরিষেবা না দেওয়ার অভিযোগ বার বার উঠেছে এক শ্রেনীর বেসরকারি হাসপাতালর বিরুদ্ধে। সেই রোগের উপশম ঘটাতে স্বাস্থ্যসাথীর আওতাভুক্ত রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির ওপর নজরদারি চালাতে বছর দেড়েক আগে জেলা ও রাজ্যওয়াড়ি কমিটি গড়েছিল স্বাস্থ্যভবন। তাঁরা লাগাতার পরিদর্শন চালিয়ে রাজ্যের একের পর এক বেসরকারি হাসপাতালে গিয়ে হাতেনাতে ধরছে একের পর এক দুর্নীতি ও অনিয়ম। এক ক্যাটিগরির হাসপাতাল হয়ে অন্য ক্যাটিগরির বিল করা, কার্ড জমা রেখে বিল বাড়ানো, প্যাকেজের বাইরে গিয়ে বিল করা, এক অপারেশনের কথা বলে অন্য চিকিৎসা করানো—এরকম গুচ্ছ গুচ্ছ অপকর্ম ধরা পড়েছে।
স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে, এই সব দুর্নীতি ও অপকর্ম ঠেকাতেই গত দেড় বছরে রাজ্যের ১০২টি নার্সিংহোম ও হাসপাতালকে শোকজ করেছে স্বাস্থ্যভবন। পাশাপাশি জরিমানা করা হয়েছে ৫৩টি নার্সিংহোম ও হাসপাতালকে। এই ৫৩টি নার্সিংহোম ও হাসপাতালকে ১০ কোটি ৯২ লক্ষ ৬৩ হাজার ৮৭৮ টাকা জরিমানাও করা হয়েছে। এর মধ্যে ৭ কোটি ২ লক্ষ ২৩ হাজার ৪০০ টাকা জরিমানা আদায়ও হয়েছে। বাকি আছে প্রায় সাড়ে ৩ কোটি ৭ লক্ষ টাকা। স্বাস্থ্য দফতর সূত্রে কিন্তু জানা গিয়েছে এইরকম অভিযান আগামী দিনেও চলবে।

আরও পড়ুন- শেফালিদের সংবর্ধনা বোর্ডের, অভিনন্দন জানালেন সচিন

 

spot_img
spot_img

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...