Monday, August 25, 2025

কেন বারবার নিম করোলি বাবার আশ্রমে ছুটে যান বিরুষ্কা? চলুন একবার জেনে নেওয়া যাক

Date:

মাঝে মধ‍্যেই শান্তির খোঁজে বিভিন্ন তীর্থস্থানে বেড়িয়ে পরেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। সেক্ষেত্রে আধ‍্যাত্মিকতার খোঁজে বারবার বৃন্দাবনে নিম করোলি বাবার আশ্রমে ছুটে যান বিরুষ্কা। এমনকি একদিনের ক্রিকেটে বিরাটের একের পর এক সেঞ্চুরি করার পিছনেও নাকি হাত রয়েছে এই নিম করোলি বাবার, এমনও গুঞ্জন শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এরপরই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে যায় কে এই বাবা? কেনই বা তাঁর কাছে ছুটে যান তারকা দম্পতি?

জানা যায়, অনেকেই এই নিম করোলি বাবাকে বলে থাকেন চমৎকারি বাবা। অনেকেই আবার বাবাকে হনুমানজির অবতারও বলে থাকেন। উত্তরপ্রদেশের আকবরপুরে জন্ম এই নিম করোলি বাবার। নিম করোলি বাবার আসল নাম হল লক্ষ্মীনারায়ণ শর্মা। শোনা যায়, মাত্র ১৭ বছর বয়সেই যাবতীয় জ্ঞান-বিদ্যা অর্জন করে ফেলেছিলেন তিনি। তাঁর ভক্তরা তাঁকে মহারাজজি নামেই ডাকেন। শুধু মাত্র ভারতই নয়, বিদেশের অনেক বড় তারকাও তাঁর সান্নিধ্যে আসেন। এই তারকাদের তালিকায় রয়েছেন স্টিভ জবস, জুলিয়া রবার্টস ও মার্ক জুকেনবার্গের মতো ব্যক্তিত্বও। জানা যায় বাবা ইতিমধ্যেই হনুমানজির ১০৮টি মন্দির তৈরি করেছেন। মাত্র এগারো বছর বয়সে বাবা-মায়ের ইচ্ছের কারণে বিয়ে করেন মহারাজজি। তবে বিয়ের কিছু দিনের মধ্যেই সাধু হওয়ার জন্য সংসারজীবন ত্যাগ করেন তিনি। পরে বাবার অনুরোধে ফের সংসার জীবনে ফেরেন তিনি। দু’টি পুত্র ও একটি কন্যাসন্তানের বাবা হন তিনি।

তিনি বলে থাকেন জীবসেবাই ভগবানের সান্নিধ্যে থাকার সহজতম উপায়। এই মতই প্রচার করেন নিম করোলি বাবা। নিম করোলি বাবা বলেন, ‘‘সংযুক্তি ও অহংবোধ ঈশ্বর উপলব্ধির সবচেয়ে বড় বাধা।’’ ১৯৭৩ সালের সেপ্টেম্বর মাসে মারা যান নিম করোলি বাবা। তাঁর মৃত্যুর পর তাঁর ভক্তরা ভারত ও আমেরিকার বিভিন্ন শহরে বাবার আশ্রম তৈরি করেন।

আরও পড়ুন:রঞ্জি ট্রফির দ্বিতীয় দিনের শেষে ঝাড়খণ্ডের বিরুদ্ধে চালকের আসনে বাংলা

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version