পারিবারিক আদালতে জানাতে হবে মুসলিম মহিলাদের বিবাহবিচ্ছেদের আবেদন: মাদ্রাজ হাইকোর্ট

আর শরিয়ত কাউন্সিল নয়, এখন থেকে মুসলিম মহিলারা বিবাহবিচ্ছেদ(Divorce) চাইলে তা পারিবারিক আদালতে(Family Court) জানাতে হবে। বুধবার এক মামলার রায়ে স্পষ্টভাবে একথা জানিয়ে দিল মাদ্রাজ হাইকোর্ট(Madraj HighCourt)। হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, মুসলিম নারীরা ‘খুলা’র চাইলে তা পারিবারিক আদালতেই আবেদন করতে হবে। শরিয়ত কাউন্সিলের মতো ‘বেসরকারি সংস্থা’ বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার তত্ত্বাবধান করতে পারে না। এমনকি শরিয়তের দেওয়া বিবাহ বিচ্ছেদের শংসাপত্রকে অবৈধ বলে ঘোষণা ওরা হবে বলেও জানিয়ে দিয়েছে আদালত।

গত বছরই মুসলিম মহিলাদের ‘খুলা’র অধিকার দিয়েছিল কেরল হাইকোর্ট। যেখানে বলা হয়, স্বামীর থেকে তালাক না নিয়ে একতরফাভাবেই মুসলিম মহিলারা বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হতে পারবেন। এই অধিকার মুসলিম মহিলাদের রয়েছে। স্বামীর ইচ্ছা অনুযায়ী মুসলিম স্ত্রীদের বিবাহ বিচ্ছেদ চাওয়ার কোনও সম্পর্ক নেই। সেই ঐতিহাসিক নির্দেশের পর এবার মাদ্রাজ হাইকোর্টের তরফে স্পষ্ট জানানো হল, কোনও শরিয়ত কাউন্সিল নয়, মুসলিম মহিলারা বিবাহবিচ্ছেদ চাইলে তা পারিবারিক আদালতে জানাতে হবে।

Previous articleজল্পনা কাটিয়ে ফের একবার অবসরের ইঙ্গিত মেসির, বললেন, ‘আমার ফুটবল জীবনের বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে’
Next articleবাজেটে আয়কর ‘ভাঁওতা’! মোদি সরকারকে তোপ মমতার, ১০০ দিনের বকেয়া নিয়ে হুঁশিয়ারি