Monday, August 25, 2025

ফের বাড়ল জেল হেফাজতের মেয়াদ, কুন্তল-গোপাল ইস্যুতে মুখে কুলুপ পার্থর!

Date:

নিয়োগ দুর্নীতি মামলায় (Teacher Recruitment Scam) জেল হেফাজতের (Jail Custody) মেয়াদ বাড়ল পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে পার্থকে। বৃহস্পতিবার আলিপুর আদালত (Alipore Court) রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আর্জি খারিজ করে সাফ জানিয়েছে, আরও ১৪ দিন বিচারবিভাগীয় হেফাজতেই (Judicial Custody) থাকতে হবে পার্থকে। তবে তিনি একা নন, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় অন্যান্য অভিযুক্ত শান্তিপ্রসাদ সিনহা (Shantiprasad Sinha), কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Ganguly), সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya) সহ মোট ৭ জনকে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত জেলেই থাকতে হবে। তবে এদিন সিবিআই আধিকারিকদের তদন্তে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছে আদালত।

গ্রেফতার হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৮ মাস কেটে গিয়েছে। আপাতত প্রেসিডেন্সি জেলই (Presidency Jail) বর্তমান ঠিকানা পার্থ চট্টোপাধ্যায়ের। তবে এর মধ্যে একাধিকবার জামিনের আবেদন করলেও তা নাকচ করে দিয়েছে আদালত। প্রতিবারই সিবিআই একাধিক যুক্তি দেখিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে রাখার আবেদন জানিয়েছে আদালতে। বৃহস্পতিবারও তার অন্যথা হল না। এদিন পার্থর জামিনের আর্জির বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী বলেন, পার্থর বিরুদ্ধে প্রতিদিনই নিত্যনতুন সূত্র পাওয়া যাচ্ছে। তদন্ত সঠিক পথে চলছে। তাই পার্থকে আপাতত হেফাজতেই রাখা হোক।

তবে এদিন আলিপুর আদালত চত্বরে সাংবাদিকরা পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করেন, কুন্তল ঘোষ (Kuntal Ghosh) বা গোপাল দলপতিকে (Gopal Dalapati) চেনেন কী না? বৃহস্পতিবার সেবিষয়ে কোনও উত্তর দিলেন না পার্থ।

 

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version