Thursday, August 28, 2025

মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রাফায়েল ভারানে !

Date:

২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করলেন রাফায়েল ভারানে। যা জানার পর স্থম্ভিত গোটা বিশ্ব‌। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা এই ডিফেন্ডার ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য। খেলেছেন গত ডিসেম্বরে শেষ হওয়া কাতার বিশ্বকাপেও।

ফাইনালের পর ফ্রান্সের অধিনায়ক উগো লরিস অবসর ঘোষণা করেন । দেড় মাস পর আজ আচমকাই ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল ছেড়ে দেওয়ার কথা জানান তিনি।

ফ্রান্স জাতীয় দলে ভারানের অভিষেক ২০১৩ সালে। ৯ বছরের ক্যারিয়ারে মোট ৯৩টি ম্যাচ খেলেছেন তিনি। ২০১৮ বিশ্বকাপের পর ২০২১ সালে জিতেছেন উয়েফা নেশনস লিগ।

বয়স এখনো ত্রিশের ঘরে যায়নি বলে ২০২৬ বিশ্বকাপ দলে জায়গা করার পথ খোলা ছিল ভারানের। খেলতে পারতেন আগামী বছরের ইউরো চ্যাম্পিয়নশিপেও। তবে সব সম্ভাবনার পথ নিজেই বন্ধ করে দেন ইনস্টাগ্রামের ঘোষণায়, ‘আমাদের মহান দেশটিকে এক দশক ধরে প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জীবনের সেরা সম্মান। যতবারই নীল জার্সিটি পরেছি, আমি অসীম গর্ববোধ করেছি। বিষয়টি নিয়ে আমি কয়েক মাস ধরে ভেবেছি। সিদ্ধান্ত নিয়েছি, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেওয়ার এটিই সঠিক সময়।’

১৯৯৮ সালে জিনেদিন জিদানদের বিশ্বকাপ জয়ে অনুপ্রাণিত হওয়ার কথা স্মরণ করে ভারান লিখেছেন, ‘একজন শিশু হিসেবে আমার মনে পড়ে, ’৯৮–এর ফ্রান্স দল আর দলটির খেলোয়াড়েরা আমাদের বর্ণনাতীত অনুভূতির অভিজ্ঞতা দিয়েছিল। সেই নায়কদের মতো হওয়ার স্বপ্ন দেখেছিলাম আমি। এর ২০ বছর পর আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতাটি পেলাম, যেটা আমাকে সত্যিই গর্বিত করেছে। আমরা বিশ্বকাপ নিয়ে দেশে ফিরলাম। ওই সময়টা আমি কখনোই ভুলতে পারব না। ১৫ জুলাই ২০১৮—এই দিনটির প্রতিটি ক্ষুদ্র আবেগ এখনো আমি অনুভব করি, সেটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত।’
গত বছর ফ্রান্সের হয়ে আরেকটি বিশ্বকাপ ফাইনাল খেলেছেন ভারান। ১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে যায় ফ্রান্স।

তবে রানার্সআপ দলটিকে নায়কের বেশে বরণ করে নেওয়ায় ফরাসিদের ধন্যবাদ জানিয়েছেন ভারান, ‘সর্বশেষ ফাইনালে হেরে গিয়ে দেশে ফেরার পর আমাদের নায়কের মতো বরণ করা হয়েছে। আপনাদের প্রত্যেককে আমি হাজারো ধন্যবাদ জানাই। আপনাদের সঙ্গে থাকা মুহূর্তগুলো আমি মিস করব। তবে নতুন প্রজন্মের হাতে দল তুলে দেওয়ার এটিই সময়।’

 

Related articles

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...
Exit mobile version