Sunday, November 16, 2025

পরপর দুবার রনজি ট্রফির সেমিফাইনালে উঠল বাংলা। ইডেন গার্ডেন্সে ঘরের মাঠে ঝাড়খণ্ডকে কার্যত উড়িয়ে দিয়ে শেষ চারে উঠলেন শাহবাজ আহমেদরা। তৃতীয় দিনের শেষে যেটা প্রত্যাশিত ছিল সেটাই হল। ঝাড়খণ্ডকে ৯ উইকেটে হারিয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল বাংলা । তৃতীয় দিনের শেষে ঝাড়খণ্ডের স্কোর ছিল ১৬২/৭। সেখান থেকে চতুর্থ দিনে ঝাড়খণ্ডের স্কোর ২২১ রানে গিয়ে শেষ হয়। আর্যমান সেন করেন ৬৪ রান এবং সুপ্রিয় চক্রবর্তী করেন ৪১ রান।

বাংলার বোলারদের মধ্যে আকাশ ঘটক ৩ এবং শাহবাজ আহমেদ নেন ২ উইকেট। বাংলার কাছে জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল ৬৮। এক উইকেট হারিয়ে খুব দ্রুতই সেই রান করে ফেলে বাংলা। বাংলার ব্যাটারদের মধ্যে অভিমন্যু ঈশ্বরণ ২৮ রানে এবং সুদীপ কুমার ঘরামি ২৬ রানে অপরাজিত থেকে যান। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ বাংলার ওপেনার কাজী জুনেইদ। বাংলার বোলার আকাশ দীপের দুরন্ত বোলিংয়ের জোরে একদিন বাকি থাকতেই সরাসরি ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলল বাংলার ছেলেরা ৷

উল্লেখ্য,  রঞ্জি সেমিফাইনাল ইডেনে খেলতে চাননি মনোজরা। ওড়িশার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইডেনে হেরে গিয়েছিল বাংলা। পিচ বিতর্কে সেই ম্যাচ থেকেই মাথাচাড়া দিয়েছিল, যার প্রভাব পড়েছিল ম্যাচে। সেমিতে যদিও অন্য বাংলাকে দেখা গিয়েছে।

ম্যাচের প্রথম দিনই ধাক্কা খায় ঝাড়খণ্ড।ম্যাচের দিন সকালেই চোট পান সৌরভ তিওয়ারি।। তাঁকে বাদ দিয়েই দল নামাতে বাধ্য হন অধিনায়ক বিরাট সিং। কিন্তু বাংলা দল পেয়ে যান মুকেশ কুমার, শাহবাজ় আহমেদকে। ফলে বাংলার শক্তি অনেকটাই বেড়ে যায়।

 

 

Related articles

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...
Exit mobile version