Monday, May 5, 2025

চিরঘুমের দেশে পাড়ি দিলেন দিলেন কিংবদন্তি পরিচালক কে বিশ্বনাথ। বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। পাঁচবার জাতীয় পুরস্কার প্রাপ্ত এই বিশিষ্ট পরিচালক বহুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার তাঁর শারিরীক অবনতি হয়। তাঁর প্রয়াণে বিনোদন জগতে শোকের ছায়া।

আরও পড়ুন:Entertainment : বি-টাউনে বিয়ের সানাই ! সপ্তাহান্তে সাতপাকে সিদ্ধার্থ-কিয়ারা
শুধু তেলেগু সিনেমা নয়, তামিল ও হিন্দি ছবিতেও দক্ষতার সঙ্গে কাজ করেছেন কে বিশ্বনাথ।তাঁর নির্মিত অন্যতম জনপ্রিয় ছবিগুলি হল শঙ্করভরানাম, সাগর সঙ্গমাম, স্বাতী মুথ্যাম। এছাড়াও তিনি সরগম, কামচোর, শুভ কামনা, জাগ উঠা ইনসান, সুর সঙ্গম, সঙ্গীত, ধনবান-এর মতো একাধিক হিট হিন্দি ছবি তৈরি করেন তিনি।
মাদ্রাসের ভহিনি স্টুডিওজে অডিওগ্রাফার হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন কে বিশ্বনাথ। কিছুদিন এই কাজ করার পর তিনি পরিচালনার দিকে সরে আসেন। ১৯৬৫ সালে ‘আত্মা গৌরবাম’ ছবির হাত ধরে প্রথম পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ১৯৮০ সালে মুক্তি পাওয়া ‘শঙ্করভরানাম’ ছবির জন্য তিনি গোটা দেশে পরিচিতি পান। ছবিটি গোটা দেশে দারুণ সফলতা অর্জন করে।শঙ্করভরানাম ছবিটি চারটি জাতীয় পুরস্কার পায়। এই ছবিটিকে পরবর্তীতে হিন্দিতে রিমেক করা হয়। নাম দেওয়া হয় ‘সুর সঙ্গম’। সেই ছবিটিও কে বিশ্বনাথ পরিচালনা করেন।শঙ্করভরানাম ছবির সাফল্যের পর একই ঘরানার একাধিক ছবি তৈরি করেন কে বিশ্বনাথ।
১৯৯২ সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পান এবং ২০১৭ সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হন। আট বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। তবে কেবল পরিচালনা নয়, অভিনয়ও করতেন তিনি। তেলুগু, তামিল মিলিয়ে তিনি প্রায় ২৪টি ছবিতে অভিনয় করেছিলেন।





 

 

Related articles

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...

সিনেমায় কোপ! ট্রাম্পের নতুন ঘোষণায় চিন্তায় ভারতের প্রযোজকরা

ট্রাম্পের শুল্কের বন্যায় অস্থির বিশ্ব। চিনের উপর আবার অতিরিক্ত শুল্ক। এবার বিনোদন ক্ষেত্রকেও চড়া শুল্কের আওতায় আনলেন মার্কিন...

শীঘ্রই শুরু দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্বের কাজ

কলকাতা ও হাওড়ার অন্যতম সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্যায়ের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই প্রথম...

প্রত্যেক রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলকে ব্ল্যাক আউট করে মক ড্রিল করানোর নির্দেশ কেন্দ্রের

পঞ্জাবের মতো সব রাজ্যে (State) ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্ল্যাক আউট (Blackout) করে মক ড্রিল (Mock Drill) করানোর নির্দেশ...
Exit mobile version