Thursday, August 28, 2025

প্রতিদিন বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম , নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে (Product price control)কড়া পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার (Government of West Bengal)। কেন্দ্র প্রতিদিন জিনিসের দাম (Price hike)বাড়াচ্ছে, সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। তাই নবান্নের (Nabanna)তরফে রাজ্যের প্রতি জেলায় নজরদারি চালানর জন্য একাধিক কেন্দ্র তৈরি করা হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরাসরি ভূমিকা নেবে এই কেন্দ্রগুলি।

নবান্ন সূত্রে খবর জেলায় জেলায় তৈরি হওয়া এই কেন্দ্রগুলি থেকে চাল, ডাল, আটা, তেল, নুন, আলু,পেঁয়াজের মতো মোট ২২টি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদরের ওপর নিয়মিত লক্ষ্য রাখা হবে। প্রতিটি কেন্দ্রে ক্রেতা সুরক্ষা দফতরের (Department of Consumer Protection) কর্মী আধিকারিকদের নিয়ে একটি করে পরিদর্শক দল থাকবে। যাঁরা বিভিন্ন দোকান বাজার সরেজমিনে ঘুরে দেখে রাজ্য সরকারকে রিপোর্ট পাঠাবে। তার ভিত্তিতেই কেন্দ্রকে রিপোর্ট দেবে রাজ্য। প্রশাসনিক সূত্রে খবর ইতিমধ্যেই রাজ্যের ৭ টি জেলায় ক্রেতা সুরক্ষা দফতরের অধীনে এই ধরণের কেন্দ্র তৈরি করা হয়েছে। বাকি ১৬ জেলা অর্থাৎ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, কালিম্পং, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, নদিয়া, কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে এই ধরনের বাজারদর নিয়ন্ত্রণ কেন্দ্র তৈরি করার জন্য রাজ্য সরকার নির্দেশ দিয়েছে বলে খবর। একই এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামের তারতম্যের জন্য মধ্যবিত্তকে যাতে কোনও ভাবেই ভোগান্তির শিকার না হতে হয় সেই জন্যই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version