Tuesday, May 6, 2025

সঙ্গী বিয়োগের পর দুই পুলিশ কর্মীর চারহাত এক করার অভিনব উদ্যোগ থানার

Date:

সম্প্রতি দু’জনেরই সঙ্গী বিয়োগ হয়েছে। তারপর থেকে একাই দিন কাটাচ্ছিলেন দুই সিভিক পুলিশকর্মী রানু জানা ও স্বরূপ প্রামাণিক। দুজনেরই কর্মক্ষেত্র এক হওয়ার সুবাদে সম্পর্ক গড়ে ওঠে।এরপর থানাতেই দুই পুলিশকর্মীর চারহাত এক হয়। দুই সিভিক পুলিশকর্মীর বিয়ে উপলক্ষে আলোর রোশনাই সেজে ওঠে দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর থানা।

আরও পড়ুন:দুই বর্ধমানে ১৯৭ প্রকল্পের উদ্বোধন-ভিত্তি প্রস্তর স্থাপন, মুখ্যমন্ত্রীকে ঘিরে প্রবল উন্মাদনা

থানা সূত্রে খবর, তালপুকুরের বাসিন্দা স্বরূপ এক জন সিভিক পুলিশ। সম্প্রতি অসুস্থতার কারণে তাঁর স্ত্রী মারা যান। অন্য দিকে, দেবীপুর এলাকার বাসিন্দা রানুর স্বামীও এক জন সিভিক পুলিশ ছিলেন। সম্প্রতি তিনিও মারা যান। স্বামীর মৃত্যুর পর তাঁর সেই চাকরি রানু পেয়েছিলেন। স্বরূপ এবং রানু, দু’জনেই মথুরাপুর থানাতেই কর্মরত। একে অপরের সঙ্গে কথাবার্তা থেকে শুরু হয় প্রেম। বিষয়টি প্রকাশ্যে এলে তাঁদের দু’জনের সম্মতিতে মথুরাপুর থানাতেই তাঁদের বিয়ের আয়োজন করেন থানার পুলিশ আধিকারিক এবং বাকি পুলিশকর্মীরা। মথুরাপুর থানার এসআই অনুপ মজুমদারের উদ্যোগে বৃহস্পতিবার থানাতেই বিবাহ সম্পন্ন হয়।

বৃহস্পতিবার পাত্র স্বরূপ এবং পাত্রী রানুর বিয়ে উপলক্ষে সেজে ওঠে মথুরাপুর থানা। দুই পুলিশকর্মীর বিয়েতে এলাহি আয়োজন করা হয় থানার তরফে।বিয়েতে আমন্ত্রিত অতিথিদের জন্য ভুরিভোজের আয়োজনও করা হয়েছিল থানাতেই।

বিয়ে উপলক্ষে পাত্র স্বরূপ বলেন, “আমি ভাবতে পারিনি এ রকম ভাল ভাবে আয়োজন করে আবার নতুন জীবন শুরু করব। থানার সকলকে ধন্যবাদ। ”
পাত্রী বলেন,” আমি খুব খুশি। থানার সকলকে আমার ধন্যবাদ। থানার বড়বাবুকে অনেক অনেক ধন্যবাদ।”

 

 

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version