Saturday, November 8, 2025

তুঙ্গে কলেজিয়াম তরজা! বিচারপতি নিয়োগ ইস্যুতে কেন্দ্রকে তীব্র কটা*ক্ষ সুপ্রিম কোর্টের  

Date:

কলেজিয়াম বিতর্কে (Collegium Controversy) তুঙ্গে কেন্দ্র বনাম সুপ্রিম কোর্ট (Supreme Court) তরজা। শুক্রবার কারও নাম না করেই শীর্ষ আদালত সাফ জানিয়েছে, কোনও আক্রমণেই সুপ্রিম কোর্ট বিব্রত নয়। বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে ঠিকমতো কাজ করছে না কেন্দ্র, এমনই দাবি তুলে সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে বেঙ্গালুরুর অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশন (Bengaluru Advocates Association)। আর শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি এসকে কওল এবং বিচারপতি এএস ওকারের ডিভিশন বেঞ্চ মামলাটি শোনে। এরপরই অ্যাটর্নি জেনারেলের কাছে দেশের শীর্ষ আদালত জানতে চায়, গত ডিসেম্বরে ৫ বিচারপতির নাম সুপারিশ করা হয়েছিল। তবে ফেব্রুয়ারি মাস পড়লেও তাদের সুপ্রিম কোর্টে উন্নীত করা হল না কেন?

এই প্রশ্নের উত্তরে অ্যাটর্নি জেনারেল জানান, সুপারিশ করা বিচারপতিদের নামগুলি আপাতত রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। তাঁর অনুমোদন পেলেই আগামী রবিবারের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে হাইকোর্টের বিচারপতি নিয়োগের জন্য আরও কিছুটা সময় চেয়েছেন অ্যাটর্নি জেনারেল। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের কলেজিয়াম ব্যবস্থা নিয়ে গত কয়েক মাস ধরে বিচার বিভাগ এবং সরকারের মতানৈক্য চলছে। এর আগে কলেজিয়াম ব্যবস্থার বিরুদ্ধে মুখ খুলেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এই ব্যবস্থাটি স্বচ্ছ নয় এবং সাধারণ মানুষ এই ব্যবস্থার অবসান চান বলে একাধিক ক্ষেত্রে দাবি করেছেন কিরণ রিজিজু। শুধু তাই নয়, কলেজিয়াম ব্যবস্থার মাধ্যমে সুপ্রিম কোর্টে বিচারপতিদের নিয়োগের বিষয়টিও এখনও ঝুলে রয়েছে।

বৃহস্পতিবারই রাজ্যসভায় আইনমন্ত্রী জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের সুপারিশ করা ১৮ জন বিচারপতির নাম ফিরিয়ে দিয়েছে কেন্দ্র। এরই মধ্যে শুক্রবার বিচারপতি নিয়োগের বিষয়ে খোঁজ খবর নিল আদালত। সুপারিশ করা বিচারপতিদের নিয়োগ কবে করা হবে, সেই বিষয়ে জানতে চাওয়া হয় অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরমানির কাছে। কোনও তারিখ উল্লেখ না করলেও অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, ৫ বিচারপতিকে শীঘ্রই সুপ্রিম কোর্টে নিয়োগ করা হবে।

 

 

Related articles

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...
Exit mobile version