Saturday, May 3, 2025

তুঙ্গে কলেজিয়াম তরজা! বিচারপতি নিয়োগ ইস্যুতে কেন্দ্রকে তীব্র কটা*ক্ষ সুপ্রিম কোর্টের  

Date:

কলেজিয়াম বিতর্কে (Collegium Controversy) তুঙ্গে কেন্দ্র বনাম সুপ্রিম কোর্ট (Supreme Court) তরজা। শুক্রবার কারও নাম না করেই শীর্ষ আদালত সাফ জানিয়েছে, কোনও আক্রমণেই সুপ্রিম কোর্ট বিব্রত নয়। বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে ঠিকমতো কাজ করছে না কেন্দ্র, এমনই দাবি তুলে সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে বেঙ্গালুরুর অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশন (Bengaluru Advocates Association)। আর শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি এসকে কওল এবং বিচারপতি এএস ওকারের ডিভিশন বেঞ্চ মামলাটি শোনে। এরপরই অ্যাটর্নি জেনারেলের কাছে দেশের শীর্ষ আদালত জানতে চায়, গত ডিসেম্বরে ৫ বিচারপতির নাম সুপারিশ করা হয়েছিল। তবে ফেব্রুয়ারি মাস পড়লেও তাদের সুপ্রিম কোর্টে উন্নীত করা হল না কেন?

এই প্রশ্নের উত্তরে অ্যাটর্নি জেনারেল জানান, সুপারিশ করা বিচারপতিদের নামগুলি আপাতত রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। তাঁর অনুমোদন পেলেই আগামী রবিবারের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে হাইকোর্টের বিচারপতি নিয়োগের জন্য আরও কিছুটা সময় চেয়েছেন অ্যাটর্নি জেনারেল। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের কলেজিয়াম ব্যবস্থা নিয়ে গত কয়েক মাস ধরে বিচার বিভাগ এবং সরকারের মতানৈক্য চলছে। এর আগে কলেজিয়াম ব্যবস্থার বিরুদ্ধে মুখ খুলেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এই ব্যবস্থাটি স্বচ্ছ নয় এবং সাধারণ মানুষ এই ব্যবস্থার অবসান চান বলে একাধিক ক্ষেত্রে দাবি করেছেন কিরণ রিজিজু। শুধু তাই নয়, কলেজিয়াম ব্যবস্থার মাধ্যমে সুপ্রিম কোর্টে বিচারপতিদের নিয়োগের বিষয়টিও এখনও ঝুলে রয়েছে।

বৃহস্পতিবারই রাজ্যসভায় আইনমন্ত্রী জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের সুপারিশ করা ১৮ জন বিচারপতির নাম ফিরিয়ে দিয়েছে কেন্দ্র। এরই মধ্যে শুক্রবার বিচারপতি নিয়োগের বিষয়ে খোঁজ খবর নিল আদালত। সুপারিশ করা বিচারপতিদের নিয়োগ কবে করা হবে, সেই বিষয়ে জানতে চাওয়া হয় অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরমানির কাছে। কোনও তারিখ উল্লেখ না করলেও অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, ৫ বিচারপতিকে শীঘ্রই সুপ্রিম কোর্টে নিয়োগ করা হবে।

 

 

Related articles

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...
Exit mobile version