Sunday, November 16, 2025

সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর মনোনয়ন জমা ঘিরে ব্যাপক উৎসাহ

Date:

সাগরদিঘি বিধানসভা উপনির্বাচন আসন্ন।শুক্রবার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিলেন।মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, রাজ্যের মন্ত্রী আখরুজ্জামান, বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় সহ একাধিক তৃণমূল বিধায়ক।

প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের তিনবারের বিধায়ক সুব্রত সাহার। সেই কারণে এই আসনে আগামী ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২ মার্চ ওই কেন্দ্রের ভোট গণনা। এই উপনির্বাচনে বামফ্রন্টের তরফ থেকে ঘোষণা করা হয়েছে তারা কংগ্রেস প্রার্থীকেই সাগরদিঘি উপনির্বাচনে সমর্থন করবে।

মনোনয়ন জমা দিয়ে তৃণমূল প্রার্থী বলেন,’ উন্নয়নকে হাতিয়ার করেই তৃণমূল কংগ্রেস সাগরদিঘি উপনির্বাচনে লড়াই করতে নেমেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে গত ১২ বছরে যে সব উন্নয়নমুখী কাজগুলো হয়েছে সেগুলোকেই আমরা মানুষের সামনে তুলে ধরব।’ তিনি বলেন,’ সাগরদিঘির মানুষের দীর্ঘদিনের দাবি ছিল সেখানকার ভূমিপুত্রকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করার। আমাদের দলনেত্রী সাগরদিঘির মানুষের সেই দাবি মেনে আমাকে তৃণমূলের প্রার্থী করেছেন।এখন সাগরদিঘির মানুষের দায়িত্ব মুখ্যমন্ত্রীকে এর প্রতিদান ফিরিয়ে দেওয়া।’

তিনি বলেন, বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে যা হয়েছে সেটা কোনও  ‘জোট’  নয়, আসলে ওটা ‘ঘোঁট ‘। ওদেরকে শুধুমাত্র ভোটের সময় দেখতে পাওয়া যায়। তৃণমূল কংগ্রেস সারা বছরই সাগরদিঘির সাধারণ মানুষের পাশে থাকে।

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version