Saturday, November 1, 2025

মনোনয়ন দিতে না পারলে আমায় ফোন করুন: বিরোধীদের ফের প্রবল খোঁচা অভিষেকের

Date:

মনোনয়ন দিতে না পারলে এক ডাকে অভিষেকে ফোন করুন- ফের বিরোধীদের প্রবল কটাক্ষ করে বললেন, তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার, কেশপুরের আনন্দপুরে জনসভা থেকে অভিষেক বলেন, ভোট এলেই বিরোধীরা বলেন তাঁরা না কি মনোনয়ন জমা দিতে পারছেন না। “পঞ্চায়েত ভোটে এরকম হলে আমায় ফোন করুন। আমি দায়িত্ব নিয়ে আপনার মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করব।“ আগে প্রার্থী ঠিক করুন। জমা দিতে না পারার গল্প শোনাবেন না। অভিষেকের কথায়, পঞ্চায়েতে ৭০হাজার আসনে প্রার্থী দিতে হবে। এত প্রার্থী বিরোধীদের আছে তো! তীব্র খোঁচা দিয়ে অভিষেক বলেন, তৃণমূলের নেতা কর্মীরা তো আর কাস্তে-হাতুড়ি-তারা বা পদ্ম চিহ্নে দাঁড়াবেন না!

এদিন একযোগে সিপিআইএম ও বিজেপিকে আক্রমণ করেন অভিষেক। তাঁর কথায়, “সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির জল্লাদ হয়েছে। লাল জামা ছেড়়ে গেরুয়া পরে মানুষের বাড়ি গিয়ে বিভ্রান্ত করছে। সেই সন্ত্রাস, গুন্ডামি, বোমা-বন্দুকের রাজনীতি ফিরিয়ে আনতে চাইছে।“ অভিষেক বলেন, ‘সিপিএম-বিজেপিকে বলব, গলাগলি না করে একা লড়ুন। সমবায়ে দেখেছেন রাম-বাম মডেল। তা-ও তৃণমূলকে হারাতে পারেনি। মনোনয়ন না করতে পারলে আমাকে জানাবেন। আমি মনোনয়ন করিয়ে দিয়ে যাব। মনোনয়ন করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। কিন্তু আগে প্রার্থী বাছাই করুন। তৃণমূলের লোকেরা তো আর পদ্মফুল বা কাস্তে হাতুড়ি তারা চিহ্নে দাঁড়াতে পারবেন।’ এক ডাকে অভিষেকের নম্বর জানিয়ে দেন তিনি। বলেন, “নম্বরটা দিয়ে রাখছি- ৭৮৮৭৭৭৮৮৭। আমি দায়িত্ব নিয়ে মনোনয়ন করিয়ে দেব।“

বাংলার মানুষের বঞ্চনা নিয়েও বিজেপির বিরুদ্ধে সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, বাংলার ভোটে আসন না পেয়ে রাজ্যের মানুষের পেটে লাথি মারছে বিজেপি। কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা নিয়ে মোদি সরকারকে আক্রমণ করেন অভিষেক।

Related articles

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...
Exit mobile version