Saturday, November 1, 2025

মনোনয়ন দিতে না পারলে আমায় ফোন করুন: বিরোধীদের ফের প্রবল খোঁচা অভিষেকের

Date:

মনোনয়ন দিতে না পারলে এক ডাকে অভিষেকে ফোন করুন- ফের বিরোধীদের প্রবল কটাক্ষ করে বললেন, তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার, কেশপুরের আনন্দপুরে জনসভা থেকে অভিষেক বলেন, ভোট এলেই বিরোধীরা বলেন তাঁরা না কি মনোনয়ন জমা দিতে পারছেন না। “পঞ্চায়েত ভোটে এরকম হলে আমায় ফোন করুন। আমি দায়িত্ব নিয়ে আপনার মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করব।“ আগে প্রার্থী ঠিক করুন। জমা দিতে না পারার গল্প শোনাবেন না। অভিষেকের কথায়, পঞ্চায়েতে ৭০হাজার আসনে প্রার্থী দিতে হবে। এত প্রার্থী বিরোধীদের আছে তো! তীব্র খোঁচা দিয়ে অভিষেক বলেন, তৃণমূলের নেতা কর্মীরা তো আর কাস্তে-হাতুড়ি-তারা বা পদ্ম চিহ্নে দাঁড়াবেন না!

এদিন একযোগে সিপিআইএম ও বিজেপিকে আক্রমণ করেন অভিষেক। তাঁর কথায়, “সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির জল্লাদ হয়েছে। লাল জামা ছেড়়ে গেরুয়া পরে মানুষের বাড়ি গিয়ে বিভ্রান্ত করছে। সেই সন্ত্রাস, গুন্ডামি, বোমা-বন্দুকের রাজনীতি ফিরিয়ে আনতে চাইছে।“ অভিষেক বলেন, ‘সিপিএম-বিজেপিকে বলব, গলাগলি না করে একা লড়ুন। সমবায়ে দেখেছেন রাম-বাম মডেল। তা-ও তৃণমূলকে হারাতে পারেনি। মনোনয়ন না করতে পারলে আমাকে জানাবেন। আমি মনোনয়ন করিয়ে দিয়ে যাব। মনোনয়ন করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। কিন্তু আগে প্রার্থী বাছাই করুন। তৃণমূলের লোকেরা তো আর পদ্মফুল বা কাস্তে হাতুড়ি তারা চিহ্নে দাঁড়াতে পারবেন।’ এক ডাকে অভিষেকের নম্বর জানিয়ে দেন তিনি। বলেন, “নম্বরটা দিয়ে রাখছি- ৭৮৮৭৭৭৮৮৭। আমি দায়িত্ব নিয়ে মনোনয়ন করিয়ে দেব।“

বাংলার মানুষের বঞ্চনা নিয়েও বিজেপির বিরুদ্ধে সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, বাংলার ভোটে আসন না পেয়ে রাজ্যের মানুষের পেটে লাথি মারছে বিজেপি। কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা নিয়ে মোদি সরকারকে আক্রমণ করেন অভিষেক।

Related articles

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...

ফেডারেশন অব ওয়ার্ল্ড অ্যাকাডেমিকস-এর সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সমিত রায়

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডামাস ইউনিভার্সিটির (Adamas University) চ্যান্সেলর প্রফেসর ড. সমিত রায় (Samit Ray)। ২০২৫ সালের ফেডারেশন...
Exit mobile version