Monday, December 15, 2025

সিপিএম-বিজেপি কেউ কথা রাখেনি, এবারও ব্রু উদ্বাস্তু সমস্যায় উত্তাল ত্রিপুরা ভোট

Date:

Share post:

আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। ৬০ আসন বিশিষ্ট উত্তর-পূর্বের এই রাজ্যে এবারও ভোটে মাথাচাড়া দিয়েছে ব্রু উদ্বাস্তু। প্রায় দু’দশক ধরে উদ্বাস্তু জীবন কাটানো অসহায় ব্রু উপজাতিদের পুনর্বাসনের দাবি নিয়ে ভোটের আগে ফের উত্তাল ত্রিপুরা।

জানা গিয়েছে, নির্বাচন কমিশন ব্রু উপজাতিদের আপাতত ত্রাণ শিবিরেই থাকতে বলেছে। ধীরে ধীরে ঘরছাড়া উদ্বাস্তুদের নিজের ঘরে ফিরিয়ে দেওয়া হবে। ভোটার তালিকায় নাম তোলার জন্যও বলা হয়েছে। এই উদ্যোগের ফলে রাজ্যে আশ্রিত ৬৩০০ ব্রু উপজাতি পরিবারের ২০ হাজার নতুন ভোটার পাবে ত্রিপুরা। এখনও পর্যন্ত ৭১৬৫ জনের নাম ভোটার তালিকায় রয়েছে।

গত জানুয়ারিতে ত্রিপুরা হাইকোর্ট বিজেপি পরিচালিত সরকারকে ব্রু উপজাতিদের ভোটাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছিল। ব্রু উপজাতির মানুষ গত ২৫ বছর ধরে এই অধিকারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছিলেন।

ব্রু, যাদের রিয়াং ল বলা হয়, তারা উত্তর-পূর্ব পার্বত্য এলাকায় ছড়িয়ে থাকা একটি আদিবাসী জনগোষ্ঠী। মিজোরাম, ত্রিপুরা এবং অসমের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আদি বসবাসকারী। ত্রিপুরায় এখন অধিকাংশ ব্রু উদ্বাস্তু শিবিরে থাকেন। মিজোরাম থেকে বিতাড়িত হয়ে জমিজিরেত, ঘরবাড়ি ছেড়ে তাঁরা আশ্রয় নেন ত্রিপুরায়। প্রায় ৩৫ হাজার উপজাতি মিজোরাম ছেড়ে উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর উদ্বাস্তু শিবিরে এসে আশ্রয় নেয়। ভোটে আসে ভোট যায়, প্রতিশ্রুতি থাকে প্রতিশ্রুতিতেই….! কেউ কথা রাখে না। কথা রাখেনি সিপিএম, কথা রাখছে না বিজেপিও।

আরও পড়ুন:Entertainment : বিবাহ বিভ্রাট ! সোমবার সাতপাকে ঘোরা হবে না সিড -কিয়ারার

 

spot_img

Related articles

আবাসনের মধ্যে ভোটকেন্দ্র! আপত্তি জানিয়ে কমিশনকে চিঠি মন্ত্রী অরূপ বিশ্বাসের 

আবাসনের মধ্যে ভোটকেন্দ্র করার বিরোধিতা করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি পাঠালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তবে এই...

বেঙ্গল সুপার লিগের সূচনা, চ্যাম্পিয়নরা খেলবে সরাসরি আইএফএ শিল্ডে

শ্রাচী স্পোর্টসের উদ্যোগে শুরু হল বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। রবিবার বিকেলে মালদহে এই মেগা টুর্নামেন্টের জমকালো উদ্বোধন...

তৃতীয় টি২০ ম্যাচে সহজ জয়ের মধ্যেই কাঁটা সূর্যের ব্যাটিং ব্যর্থতা

তৃতীয় টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ উইকেটে জিতল ভারত(India)। রবিবার টস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত(India)।...

নির্বাচনের আগে ইভিএম চেকিংয়ে কঠোর নজরদারি! অবজারভার পাঠালো কমিশন 

২০২৬ সালের রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন এবার আরও কড়া নজরদারি করছে ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং...