Friday, May 9, 2025

দীর্ঘদিন জমির পাট্টা পাননি গ্রামবাসী। কেশপুরে যাওয়ার পথে খড়গপুরের কাছে মাতকাতপুর গ্রামে নেমে স্থানীয়দের কাছে সেই অভিযোগ শোনেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে দাঁড়িয়েই ফোন করেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিককে (Partha Bhowmick)। ২৪ ঘণ্টার মধ্যেই শুরু হয় তৎপরতা। মাতকাতপুর গ্ৰামে পাট্টা দেওয়ার প্রাথমিক কাজ শুরু করল জেলা প্রশাসন।

রবিবার ছুটির দিন। কিন্তু সকালেই গ্ৰামে পৌঁছন খড়গপুর ১ নম্বর ব্লকের বিডিও দেবদত্ত চক্রবর্তী। মাতকাতপুর গ্ৰামের ৩৯৬ ও ৩৬৪ দাগের ও এনিকেট খালের ধারে মোহনপুর গ্ৰামের ৩৩০টি পরিবারের থেকে পাট্টার জন্য আবেদনপত্র (application) সংগ্রহ করেন BDO।

শনিবার দুপুরে কেশপুরের আনন্দপুরে সভা করতে যাওয়ার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেমে পড়েন কংসাবতী নদীর তীরে মাতকাতপুরে। তাঁকে কাছে পেয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পাট্টা পাচ্ছেন না তাঁরা। ফলে আটকে গিয়েছে আবাস যোজনার টাকা। অভিযোগ শুনেই পাট্টা দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য সেচমন্ত্রীকে ফোন করে আবেদন জানান অভিষেক। কারণ, ওই জমি সেচ দফতরের অধীনে। এরপরেই তৎপর হয় প্রশাসন। বিডিও জানান, পাট্টার চূড়ান্ত অনুমোদন দেওয়ার এক্তিয়ার মহকুমা শাসকের। তবে, এই তৎপরতায় খুশি গ্রামের মানুষ। তাঁদের কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই এটা সম্ভব হয়েছে।

 

 

Related articles

পোপ রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট: ঘোষণা ভাটিকান সিটির

ঘোষিত হল পরবর্তী পোপের নাম। ক্যাথলিক সম্প্রদায়ের নেতৃত্ব দেবেন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। তাঁর ক্যাথলিক নাম লিও দ্য ফোর্টিন।...

রাজ্যের স্কুলগুলিতে বাড়ল গরমের ছুটি! কতদিন পর্যন্ত? জানুন

রাজ্যের সরকারি ও সরকার–সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে গরমের ছুটি এক সপ্তাহেরও বেশি বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হল। পশ্চিমবঙ্গ স্কুল...

নয়া কৃতিত্ব! সাইকেলে এভারেস্টের অন্নপূর্ণা বেস ক্যাম্পে প্রথম বাঙালি মেয়ে

একজন করলেন বিশ্বরেকর্ড। অন্যজন স্থান করে নিলেন বিশ্বে তিন নম্বরে। বিশ্বের প্রথম কমবয়সী বাঙালি মহিলা তথা প্রথম ভারতীয়...

১৬৫তম রবীন্দ্রজয়ন্তী উদযাপন: রাজ্যজুড়ে শ্রদ্ধাঞ্জলি, জোড়াসাঁকো থেকে বিধানসভায় অনুষ্ঠান

শুক্রবার দেশ জুড়ে যথাযথ মর্যাদায় পালিত হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন। কবিগুরুর জন্মদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা...
Exit mobile version