Saturday, May 3, 2025

নবম–দশম নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআইকে ভর্ৎসনা বিচারপতি বিশ্বজিৎ বসুর

Date:

Share post:

নবম – দশম শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ফের বিচারপতি বিশ্বজিৎ বসুর ভর্ৎসনার মুখে পড়ল সিবিআই । আদালতের প্রশ্ন,  ‘চক্রান্তকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন?’নবম দশম মামলায় সিবিআইকে প্রশ্ন করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বিচারপতি প্রশ্ন করেন, ‘যাঁরা টাকা দিয়েছেন এবং নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে সিবিআই? যাঁরা ওএমআর শিট বিকৃত করেছেন, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?’ সিবিআইকে একের পর এক প্রশ্ন করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তাঁর প্রশ্ন , ‘কেমন করে সিবিআই তদন্ত করবে, সে উপদেশ কেন আদালতকে বারবার দিতে হবে?’

বিচারপতি বসুর পর্যবেক্ষণ, ‘সিবিআই-কমিশন কীভাবে কাজ করবে, সেটা আদালতকে বারবার বলে দিতে হচ্ছে, এটা ভাল দেখায় না’। ‘যে বা যারা টাকা পেয়েছে, তাদের ক্ষেত্রে সিবিআই-এর এই ঢিলেঢালা মনোভাব কেন ? ৬ বছরে তো অনেকে টাকা পাচার করে দিয়েছে? প্রশ্ন বিচারপতির।

বিচারপতির আরও বলেন, ‘এদের হেফাজতে নিয়ে কেন জিজ্ঞাসাবাদ করছে না সিবিআই? কিছু সুবিধাভোগীকে গ্রেফতার করছেন, চার্জশিট পেশ করছেন বাকি সুবিধাভোগীদের ছেড়ে রেখেছেন, এরকম কেন? তদন্ত তাড়াতাড়ি শেষ করুন, মামলা ঝুলে থাকলে এসএসসি নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে না’, শূন্যপদ থেকে যাবে, সিবিআই-কে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর।

এবারই প্রথম নয়,এর আগে গত ৩১ জানুয়ারি,  নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন কলকাতা হাই কোর্টের দুই বিচারপতি। নিজ উদ্যোগে অযোগ্য শিক্ষকদের চাকরি থেকে বরখাস্ত না করায়, স্কুল সার্ভিস কমিশনকেও বিচারপতি বিশ্বজিৎ বসু ভর্ৎসনা করেন।তিনি বলেন,

আদালত ও ইডি-সিবিআইয়ের তদন্তের দিকে তাকিয়ে আছেন হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থী। কিন্তু, দফায় দফায় সেই সিবিআই-ই আদালতে প্রশ্নের মুখে পড়ছে।  ইতিমধ্যে ২ বার তদন্তকারী আধিকারিক বদলের নির্দেশ দিয়েছে আদালত। তবে তাতেও তদন্তের অগ্রগতিতে খুশি নয় আদালত।

এই প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, আদালতই সিবিআইকে তাড়াতাড়ি তদন্ত করতে দায়িত্ব দেয়। আবার আদালতই কখনও রাজ্য পুলিশকে ছোট করছে, আবার সিবিআইকে ভর্ৎসনা করছে। তিনি প্রশ্ন তোলেন, তবে সিআইডির হাতে তদন্ত থাকলে অসুবিধা কোথায় ?

spot_img
spot_img

Related articles

স্থানীয় মদতে পহেলগাম হামলা! মৌলানা আজহার-ইতিহাস স্মরণ করালেন ফারুক

জঙ্গিমুক্ত কাশ্মীরের যে প্রচার নরেন্দ্র মোদি ও তাঁর বিজেপি চালিয়েছে গোটা দেশজুড়ে, সেই বার্তা যে আদতে নিজেদের ব্যর্থতা...

রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

বড়বাজারের মেছুয়া এলাকায় ভয়াবহ আগুন ও প্রাণহানির ঘটনার পর রুফটপ রেস্তরাঁ নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুরসভার তরফে...

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...