Thursday, May 8, 2025

রবির পরে সোমেও ধাক্কা পদ্ম শিবিরে, ফেসবুকে পোস্ট করে বিজেপি ছাড়লেন কাঞ্চনা

Date:

পর দুদিন। শক-আফটার শক। রবিবারের পরে ফের সোমবার ধাক্কা পদ্মশিবিরে। আলিপুরদুয়ারে বিধায়ক সুমন কাঞ্জিলালের (Suman Kanjilal) দল ছাড়া ২৪ঘণ্টার মধ্যেই বিজেপি (BJP) ছাড়ার কথা জানালেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র (Kanchana Moitra)। সোমবার, নিজের ফেসবুক পেজে সেই সিদ্ধান্তের কথা জানান কাঞ্চনা। বিজেপি সূত্রে খবর, এদিন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হোয়াটসঅ্যাপে (WhatsApp) দল ছাড়ার সিদ্ধান্ত জানান তিনি।

কেন এই গেরুয়া রং ত্যাগ? স্যোশাল মিডিয়া পোস্টে (Post) কাঞ্চনা লেখেন,
‘‘কাজ ও পরিবারকে সময় দিতে চাই। তাই দল ও রাজনীতিকে আপাতত বিদায় জানালাম।” কিন্তু এটাই কি শুধু কারণ? কাঞ্চনার নীরবতাই অনেক কথার ইঙ্গিত দিচ্ছে। রবিবারই বিধায়ক সুমন কাঞ্জিলাল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে কাঞ্চনার এই সিদ্ধান্ত পদ্ম শিবির ধাক্কা। তবে, পদ্ম ছেড়ে কাঞ্চনা জোড়াফুলে যোগ দেবেন কি না, সে বিষয়ে স্পষ্ট করেননি। রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, দলের কোনও দায়িত্বে ছিলেন না অভিনেত্রী। শুধু যুক্ত ছিলেন সাংস্কৃতিক শাখায়। তাহলে পদ না পাওয়াই কি বিজেপি ছাড়ার কারণ!

২০১৯-র জুলাই ১২ জনের তারকা দলের সঙ্গে দিল্লি উড়ে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কাঞ্চনা। এরপরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও দেখা গিয়েছে তাঁকে। এর আগে বিজেপিতে গিয়ে বিমুখ দল ছেড়েছিলেন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। দলের বিরুদ্ধে বিষোদ্গার করেন তিনি। এখন তিনি তৃণমূলে চেনা মুখ। তবে, বিজেপির বিরুদ্ধে এখনও কোনও মন্তব্য করতে শোনা যায়নি কাঞ্চনাকে। শাসকদলে যোগ দেবেন কি না, স্পষ্ট করেননি তাও। তবে, তাঁর নিজের কথায়, আগামী দিনে কী হবে তা তিনি এখনই বলতে পারছেন না।

আরও পড়ুন- Nagaland: সময় বাকি মাত্র ২৪ ঘণ্টা, মনোনয়ন জমা পড়ল নামমাত্র

 

Related articles

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...

আবেগতাড়িত বার্তায় টেস্টকে বিদায় রোহিত শর্মার

আইপিএলের মাঝেই বিরাট ঘোষণা রোহিত শর্মার(Rohit Sharma)। টেস্ট ফর্ম্যাট(Test Cricket) থেকে অবসরের ঘোষণা করলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত...
Exit mobile version