Friday, November 7, 2025

প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে খরচ কত? হিসেব দিলেন শিক্ষামন্ত্রী

Date:

সদ্য শেষ হয়েছে পরীক্ষা পে চর্চা(Parikhsa pe charcha) অনুষ্ঠান। প্রতিবছর এই অনুষ্ঠানে দেশের নানা প্রান্ত থেকে যোগ দেন পড়ুয়ারা। যেখানে পড়ুয়াদের উদ্দেশ্যে বার্তা দেন দেশের প্রধানমন্ত্রী(Prime Minister)। দিল্লির(Delhi) তালকাটোরা স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে কত অর্থ খরচ হয়েছে রাজকোষ থেকে? তার হিসেব দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবী।

 

দেশের পড়ুয়াদের উৎসাহিত করতে ২০১৮ সাল থেকে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি বছরে ২৭ জানুয়ারি এই অনুষ্ঠান হয়েছিল। এই অনুষ্ঠানে সরকারের খরচ কত? লোকসভা অধিবেশনে শিক্ষামন্ত্রকের কাছে এই প্রশ্ন রাখা হয় বিরোধীদের তরফে। তার উত্তরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবী জানান, ২০১৮ সাল থেকে ২০২৩ এই ৫ বছরে এই অনুষ্ঠানে মোট খরচ হয়েছে ২৮ কোটি টাকা। সরকারের রিপোর্টে দেখা যাচ্ছে, প্রতি বছরেই বেড়েছে এই খরচের পরিমাণ। ২০১৮ সালের যা খরচ হয়েছিল, পাঁচ বছর পর ২০২২ সালে তার পরিমাণ দ্বিগুণেরও বেশি খরচ হয়েছে এই অনুষ্ঠানে। রিপোর্ট বলছে, ৩.৬৭ কোটি টাকা খরচ করে প্রথমবারের জন্য পরীক্ষা পে চর্চার আয়োজন করা হয়। ২০১৯ সালে খরচের পরিমাণ দাঁড়ায় ৪.৯৩ কোটি। ২০২২ সালে খরচ হয়েছে ৮.৬১ কোটি টাকা। তবে কোন খাতে কত টাকা খরচ হয়েছে, তার বিস্তারিত হিসাব প্রকাশ করেনি কেন্দ্র।

উল্লেখ্য, ২০২৮ সাল থেকে শুরু হওয়া এই পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান প্রতিবছর আয়োজিত হয় দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে। এই অনুষ্ঠানে পড়ুয়াদের জন্য বার্তা দেন প্রধানমন্ত্রী। মূলত বোর্ড পরীক্ষার্থীদের উব্ধুদ্ধ করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারের তরফে জানানো হয়েছে, সদ্যসমাপ্ত পরীক্ষা পে চর্চায় অংশ নিয়েছিলেন ৩৮ লক্ষ পড়ুয়া। গত বছরের তুলনায় ২৩ লক্ষ বেড়েছে অংশগ্রহণকারী পড়ুয়ার সংখ্যা।

Related articles

SIR কাড়ল আরও ২ প্রাণ, বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্রের বলি এবার কুলপি- সাঁইথিয়ায়

এসআইআরের (SIR) নামে বিজেপির (BJP) রাজনৈতিক ষড়যন্ত্র এবং ভয়ের পরিবেশ তৈরি রাজ্যে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে।...

বৃষ্টি নেই বাংলায়, ঊর্ধ্বমুখী তাপমাত্রায় অমিল কনকনে শীতের আমেজ!

!জাঁকিয়ে শীত (winter) এখনই নয়, তবে সকাল-রাতে হালকা হিমেল ছোঁয়া শিহরণ জাগাচ্ছিল বাঙালির মনে প্রাণে। শুক্রবার সকালে তাপমাত্রার...

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...

KIFF: চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই সত্যজিৎ স্মরণ, নন্দনে শ্রদ্ধার্ঘ্য ঋত্বিক ঘটককে

মহানগরীতে সিনে উৎসবের মেজাজ, শুরু হয়ে গেল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার...
Exit mobile version