Saturday, November 15, 2025

প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে খরচ কত? হিসেব দিলেন শিক্ষামন্ত্রী

Date:

সদ্য শেষ হয়েছে পরীক্ষা পে চর্চা(Parikhsa pe charcha) অনুষ্ঠান। প্রতিবছর এই অনুষ্ঠানে দেশের নানা প্রান্ত থেকে যোগ দেন পড়ুয়ারা। যেখানে পড়ুয়াদের উদ্দেশ্যে বার্তা দেন দেশের প্রধানমন্ত্রী(Prime Minister)। দিল্লির(Delhi) তালকাটোরা স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে কত অর্থ খরচ হয়েছে রাজকোষ থেকে? তার হিসেব দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবী।

 

দেশের পড়ুয়াদের উৎসাহিত করতে ২০১৮ সাল থেকে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি বছরে ২৭ জানুয়ারি এই অনুষ্ঠান হয়েছিল। এই অনুষ্ঠানে সরকারের খরচ কত? লোকসভা অধিবেশনে শিক্ষামন্ত্রকের কাছে এই প্রশ্ন রাখা হয় বিরোধীদের তরফে। তার উত্তরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবী জানান, ২০১৮ সাল থেকে ২০২৩ এই ৫ বছরে এই অনুষ্ঠানে মোট খরচ হয়েছে ২৮ কোটি টাকা। সরকারের রিপোর্টে দেখা যাচ্ছে, প্রতি বছরেই বেড়েছে এই খরচের পরিমাণ। ২০১৮ সালের যা খরচ হয়েছিল, পাঁচ বছর পর ২০২২ সালে তার পরিমাণ দ্বিগুণেরও বেশি খরচ হয়েছে এই অনুষ্ঠানে। রিপোর্ট বলছে, ৩.৬৭ কোটি টাকা খরচ করে প্রথমবারের জন্য পরীক্ষা পে চর্চার আয়োজন করা হয়। ২০১৯ সালে খরচের পরিমাণ দাঁড়ায় ৪.৯৩ কোটি। ২০২২ সালে খরচ হয়েছে ৮.৬১ কোটি টাকা। তবে কোন খাতে কত টাকা খরচ হয়েছে, তার বিস্তারিত হিসাব প্রকাশ করেনি কেন্দ্র।

উল্লেখ্য, ২০২৮ সাল থেকে শুরু হওয়া এই পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান প্রতিবছর আয়োজিত হয় দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে। এই অনুষ্ঠানে পড়ুয়াদের জন্য বার্তা দেন প্রধানমন্ত্রী। মূলত বোর্ড পরীক্ষার্থীদের উব্ধুদ্ধ করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারের তরফে জানানো হয়েছে, সদ্যসমাপ্ত পরীক্ষা পে চর্চায় অংশ নিয়েছিলেন ৩৮ লক্ষ পড়ুয়া। গত বছরের তুলনায় ২৩ লক্ষ বেড়েছে অংশগ্রহণকারী পড়ুয়ার সংখ্যা।

Related articles

SIR-এর নামে প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP-কারসাজিতে গ্রেফতার ৮

যত বড় পরিকল্পনা, তত বড় তা নিয়ে প্রতারণার সম্ভাবনা। আধার কার্ড তৈরির সময়ে জালিয়াতি চক্র থেকে নোটবন্দিতে জাল...

রাসেলের সঙ্গে ব্রাত্য ভেঙ্কটেশকেও, নাইটরা ধরে রাখল কাদের? দেখুন তালিকা

আগামী ডিসেম্বর মাসে মিনি নিলাম আইপিএলের(IPL)। ঘর গুছিয়ে নিল আইপিএল দলগুলি।  শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হল কোন দল...

ঋষিকেশে বাঞ্জি জাম্পিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, মাঝ আকাশে দড়ি ছিঁড়ে গুরুতর জখম পর্যটক 

ঋষিকেশে অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কে বাঞ্জি জাম্পিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন এক তরুণ পর্যটক। বুধবার, ১২ নভেম্বর...

তীর্থযাত্রার মাঝেই নিখোঁজ পঞ্জাবের সরবজিৎ, পাকিস্তানে মিলল ধর্মান্তরিত অবস্থায়

পাকিস্তানে নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর অবশেষে সন্ধান মিলল পঞ্জাবের কাপুরথালার বাসিন্দা ৫২ বছরের সরবজিৎ কৌরের।...
Exit mobile version