Sunday, May 11, 2025

সবেমাত্র পুবের আকাশে সূর্যের লাল আভা ফুটতে শুরু করেছে। বেশিরভাগ মানুষ তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। তারই মাঝে প্রবল কম্পন। হুড়মুড় করে ভেঙে পড়তে শুরু করল একের পর এক বাড়ি। বেশিরভাগ মানুষই ঘুমন্ত অবস্থায় চাপা পড়লেন ধ্বংসস্তূপের নিচে। প্রবল ভূমিকম্পে লন্ডভন্ড হল দক্ষিণ তুরস্ক ও সিরিয়া।

সোমবার ভোরের এই কম্পনে এখনও পর্যন্ত ২৫০০-রও বেশি মানুষের মৃত্যুর খবর মিলেছে। জখম হয়েছেন বেশ কয়েক হাজার মানুষ। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়বে। এদিন রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৭.৮। কম্পন স্থায়ী হয়েছিল প্রায় ৪৫ সেকেন্ড। পরবর্তী পাঁচ ঘণ্টায় আরও ২২ বার আফটার শক অনুভূত হয়েছে। কম্পনের মিনিট ১৫-র মধ্যেই প্রথম আফটার শক অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৭। কম্পনের উৎসস্থল দক্ষিণ তুরস্কের গাজিয়ানতেপ প্রদেশের পূর্বদিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার দূরে ভূগর্ভের প্রায় ১৮ কিলোমিটার গভীরে।

তুরস্ক ছাড়াও সিরিয়া, মিশর, লেবানন এবং সাইপ্রাসেও কম্পন অনুভূত হয়েছে। দক্ষিণ তুরস্কের খারামানমারাস প্রদেশে নতুন করে ভূকম্পন হয়েছে। খারামানমারাস প্রদেশের কম্পনে গ্যাসের পাইপলাইনের বিস্ফোরণ ঘটে আগুন ধরেছে বলে খবর। এখানে কম্পনের মাত্রা ছিল ৭.৬। এদিন তুরস্ক ও সিরিয়ার একাংশ কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা বিশ্ব। কোনও কোনও পরিবারের প্রায় সব সদস্যদেরই মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই ভারত-সহ একাধিক দেশ তুরস্ক ও সিরিয়াকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে জরুরি অবস্থা জারি করে আহতদের চিকিৎসা চলছে। তুরস্ক বরাবরই ভূমিকম্পপ্রবণ এলাকা। ১৯৯৯ ও ২০২০ সালেও এই দেশে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল।

আরও পড়ুন- মরু শহরে মন বিনিময় হবে বলিউডের এক তারকা জুটির

 

Related articles

ভারতের আগেই সংঘর্ষ বিরতি ঘোষণা আমেরিকার! সংসদের আলোচনা দাবি কংগ্রেসের

পহেলগাম হামলা পরবর্তী পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে কী পদক্ষেপ, দেশের নাগরিকদের প্রতিনিধিদের দায়িত্ব পালনে কী পদক্ষেপ নিচ্ছেন, তা...

বিরাটকে বোঝাতে প্রাক্তন ক্রিকেটারের ওপর দায়িত্ব বিসিসিআইয়ের!

রোহিত শর্মার(Rohit Sharma) পর এবার কী বিরাট কোহলি(Virat Kohli) অবসরের পথে। গত শনিবার থেকে হঠাত্ই শুরু হয়েছে এই...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১১ মে (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

সংঘর্ষ বিরতি লঙ্ঘন: মেঘের আড়ালে চিন! দাদাগিরি জারি আমেরিকার

শনিবার বিকালে আচমকাই সংঘর্ষ বিরতি। তাও সেটা ঘোষণা করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনঘণ্টার মধ্যে সেই চুক্তি ভেঙেও...
Exit mobile version