Monday, May 12, 2025

বিরাটকে বোঝাতে প্রাক্তন ক্রিকেটারের ওপর দায়িত্ব বিসিসিআইয়ের!

Date:

রোহিত শর্মার(Rohit Sharma) পর এবার কী বিরাট কোহলি(Virat Kohli) অবসরের পথে। গত শনিবার থেকে হঠাত্ই শুরু হয়েছে এই নিয়ে জল্পনা। শোনাাযাচ্ছে টেস্ট(Test) থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করে নাকি বোর্ডকেও জানিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এমন পরিস্থিতিই নাকি আসরে নেমেছে ভারতীয় ক্রিকেট বোর্ড(BCCI)। শোনাযাচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে কোনও একজন প্রভাবশালী ক্রিকেটারের ওপরই নাকি বিরাটকে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে সেই ব্যক্তি কে তাঁর পরিচয় অবশ্য গোপন রাখা হয়েছে। রোহিত শর্মা অবসর ইতিমধ্যেই নিয়ে নিয়েছেন। এরপর বিরাট কোহলির(Virat Kohli) অবসর নেওয়ার ইচ্ছাপ্রকাশ। শোনাযাচ্ছে নাকি বোর্ড নাকি চাইছে না বিরাট কোহলি অবসর না নেয়। তাঁর সিদ্ধান্ত পরিবর্তনের জন্যই মরিয়া চেষ্টায় নেমে পড়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। আর সেই জন্যই দায়িত্ব নাকি উঠেছে এক প্রশাবশালী প্রাক্তন ক্রিকেটারের ওপর।

এরপর থেকেই সেই ক্রিকেটারের নাম নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে কী বিরাট কোহলিকে বোঝানোর দায়িত্ব উঠেছে সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) ওপর। নাম শোনা গেলেও বিসিসিআইয়ের তরফ থেকে অবশ্য মুখ বন্ধ রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেষপর্যন্ত বিরাট কোহলি অবশ্য নিজের সিদ্ধান্ত থেকে সরে আসে কিনা সেটা তো সময়ই বলবে।

টি টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত শর্মার সঙ্গেই সেই ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। এবার রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নিয়েছেন। এরপরই বিরাট কোহলিকে নিয়ে শুরু হয়েছে এমন জল্পনা। তিনিও নাকি টেস্ট থেকে সরে যেতে চাইছেন। সামনেই রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে দীর্ঘ টেস্ট সিরিজ। আগামী জুন মাস থেকে সেই সিরিজ শুরু হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই সিরিজ দিয়েই যাত্রা শুরু করবে ভারতীয় দল। সেখানেই বিরাট কোহলিকে ভীষণভাবে চাইছে বোর্ড। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

পুলওয়ামার আত্মঘাতী হামলায় মদতের কথা স্বীকার করে ফেলল পাকিস্তান

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা হয়। শহিদ হন ৪০ জন CRPF জওয়ান। জঙ্গি...

দেশের স্বার্থ বিরোধী: অশান্তির পরিস্থিতিতে বামেদের মিছিলকে ধুইয়ে দিলেন কুণাল

পাকিস্তানী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যখন কেন্দ্রের সরকার অপারেশন সিন্দুর-এর মতো অভিযান চালাচ্ছে দেশের সেনা, সেই সময় পাশে দাঁড়িয়েছে গোটা...

ঝাড়গ্রামে ‘সাদা পাহাড়’ ঘিরে নয়া পর্যটন কেন্দ্র

ঝাড়গ্রামের (Jhargram) পর্যটন পরিকাঠামোয় বড়সড় উন্নয়নে পদক্ষেপ করছে রাজ্য। বেলপাহাড়ির ‘সাদা পাহাড়’ বা স্থানীয়দের কথায় ‘চেতন ডুংরি’ এলাকায়...

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল! ধর্মতলায় ভূগর্ভস্থ পার্কিং প্লাজা-টানেল

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। মেট্রো (Metro) সম্প্রসারণের ফলে ধর্মতলা দ্রুতই হয়ে উঠবে কলকাতার...
Exit mobile version