Monday, May 5, 2025

এবার কোচের বিরুদ্ধে ধ*র্ষণ এবং ব্ল্যাক*মেলিংয়ের অভিযোগ জাতীয় স্তরের এক কবাডি খেলোয়াড়ের !

Date:

এবার কোচের বিরুদ্ধে ধর্ষণ এবং ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ আনলেন জাতীয় দলের এক কবাডি খেলোয়াড় ৷ ২৭ বছরের অভিযোগকারিণী জানিয়েছেন, তাঁকে লাগাতার ভয় দেখিয়েছেন কোচ ৷ হুমকি দিয়েছেন, তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়া হবে !

গুজরাট পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহেই দ্বারকার বাবা হরিদাস নগর থানায় ওই তরুণী তাঁর কোচের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ সোমবার পুলিশের তরফে ওই কবাডি খেলোয়াড়কে ফের ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য ৷ ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ফৌজদারী ধারার ২৬৪ নম্বর ধারায় অভিযোগকারিণীর বয়ান রেকর্ড করা হয়েছে ৷ এক্ষেত্রে কোনও বিচারকের সামনে বয়ান রেকর্ড করা হয় ৷

কী অভিযোগ ওই তরুণীর?
পুলিশের সূত্রে জানা গিয়েছে , “নিজের বয়ানে ওই তরুণী জানিয়েছেন, ২০১২ সালে দিল্লির মুণ্ডকার কাছে হীরাকুণ্ডয় তিনি কবাডি প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন à§· এরপর ২০১৫ সালের মার্চ মাসে তাঁর কোচ তাঁর সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করেন à§· পরবর্তীতে ২০১৮ সালে একটি প্রতিযোগিতায় জয়ী হন ওই তরুণী à§· সেই বাবদ বেশ কিছু টাকা পান তিনি à§· সেই সময় ওই টাকার একটি অংশও তাঁর কোচ তাঁকে দিতে বাধ্য করেন ! এর ফলে ওই তরুণী অভিযুক্তের ব্যাঙ্ক একাউন্টে ৪৩ লক্ষ ৫০ হাজার টাকা ট্রান্সফার করেন à§·
যাঁর নামে এত অভিযোগ উঠছে, সেই ব্যক্তির নাম যোগীন্দর ৷ এরপর ২০২১ সালে ওই তরুণী বিয়ে করেন ৷ এরপর থেকে সমস্যা আরও বাড়ে বলে অভিযোগ করেছেন ওই খেলোয়াড় ৷ তরুণীর দাবি, তাঁর কোচ তাঁকে হুমকি দিচ্ছেন ! তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার ভয় দেখাচ্ছেন।
দ্বারকার ডেপুটি পুলিশ কমিশনার এম হর্ষবর্ধন এই প্রসঙ্গে জানিয়েছেন, ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) এবং ৫০৬ (অপরাধমূলক ভয় দেখানো) ধারায় মামলা রুজু করা হয়েছে ৷

Related articles

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...

সিনেমায় কোপ! ট্রাম্পের নতুন ঘোষণায় চিন্তায় ভারতের প্রযোজকরা

ট্রাম্পের শুল্কের বন্যায় অস্থির বিশ্ব। চিনের উপর আবার অতিরিক্ত শুল্ক। এবার বিনোদন ক্ষেত্রকেও চড়া শুল্কের আওতায় আনলেন মার্কিন...

শীঘ্রই শুরু দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্বের কাজ

কলকাতা ও হাওড়ার অন্যতম সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্যায়ের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই প্রথম...

প্রত্যেক রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলকে ব্ল্যাক আউট করে মক ড্রিল করানোর নির্দেশ কেন্দ্রের

পঞ্জাবের মতো সব রাজ্যে (State) ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্ল্যাক আউট (Blackout) করে মক ড্রিল (Mock Drill) করানোর নির্দেশ...
Exit mobile version