Wednesday, August 27, 2025

এবার কোচের বিরুদ্ধে ধ*র্ষণ এবং ব্ল্যাক*মেলিংয়ের অভিযোগ জাতীয় স্তরের এক কবাডি খেলোয়াড়ের !

Date:

এবার কোচের বিরুদ্ধে ধর্ষণ এবং ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ আনলেন জাতীয় দলের এক কবাডি খেলোয়াড় ৷ ২৭ বছরের অভিযোগকারিণী জানিয়েছেন, তাঁকে লাগাতার ভয় দেখিয়েছেন কোচ ৷ হুমকি দিয়েছেন, তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়া হবে !

গুজরাট পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহেই দ্বারকার বাবা হরিদাস নগর থানায় ওই তরুণী তাঁর কোচের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ সোমবার পুলিশের তরফে ওই কবাডি খেলোয়াড়কে ফের ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য ৷ ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ফৌজদারী ধারার ২৬৪ নম্বর ধারায় অভিযোগকারিণীর বয়ান রেকর্ড করা হয়েছে ৷ এক্ষেত্রে কোনও বিচারকের সামনে বয়ান রেকর্ড করা হয় ৷

কী অভিযোগ ওই তরুণীর?
পুলিশের সূত্রে জানা গিয়েছে , “নিজের বয়ানে ওই তরুণী জানিয়েছেন, ২০১২ সালে দিল্লির মুণ্ডকার কাছে হীরাকুণ্ডয় তিনি কবাডি প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ৷ এরপর ২০১৫ সালের মার্চ মাসে তাঁর কোচ তাঁর সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করেন ৷ পরবর্তীতে ২০১৮ সালে একটি প্রতিযোগিতায় জয়ী হন ওই তরুণী ৷ সেই বাবদ বেশ কিছু টাকা পান তিনি ৷ সেই সময় ওই টাকার একটি অংশও তাঁর কোচ তাঁকে দিতে বাধ্য করেন ! এর ফলে ওই তরুণী অভিযুক্তের ব্যাঙ্ক একাউন্টে ৪৩ লক্ষ ৫০ হাজার টাকা ট্রান্সফার করেন ৷
যাঁর নামে এত অভিযোগ উঠছে, সেই ব্যক্তির নাম যোগীন্দর ৷ এরপর ২০২১ সালে ওই তরুণী বিয়ে করেন ৷ এরপর থেকে সমস্যা আরও বাড়ে বলে অভিযোগ করেছেন ওই খেলোয়াড় ৷ তরুণীর দাবি, তাঁর কোচ তাঁকে হুমকি দিচ্ছেন ! তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার ভয় দেখাচ্ছেন।
দ্বারকার ডেপুটি পুলিশ কমিশনার এম হর্ষবর্ধন এই প্রসঙ্গে জানিয়েছেন, ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) এবং ৫০৬ (অপরাধমূলক ভয় দেখানো) ধারায় মামলা রুজু করা হয়েছে ৷

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version