Wednesday, November 12, 2025

বিধানসভায় রাজ্যপালকে ঠেকাতে না পেরে ‘হায়-হায়! BJP-র, ‘ফ্লপ শো’-এ আটকালো না অধিবেশন

Date:

রাজ্যের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে উস্কে লাভ হল না গেরুয়া শিবিরের। আটকাতে পারল না রাজ্যপালের স্বাগত ভাষণ। বাজেট অধিবেশনের শুরুর দিনই বিজেপির চূড়ান্ত ‘অভব্যতা’য় উত্তাল হল বিধানসভা। রাজ্যপালকেই হায়-হায় বললেন বিজেপি বিধায়করা। বুধবার, স্বাগত ভাষণ পাঠ শুরু করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। এর কিছুক্ষণের মধ্যেই তুমুল গোলমাল শুরু করেন বিজেপির (BJP) বিধায়কেরা। স্লোগান দিতে শুরু করেন তাঁরা। এমনকী, সব শিষ্টাচার লঙ্ঘন করেন রাজ্যপালের ভাষণের কপি ছিঁড়ে তার দিকেই ছুড়ে মারেন বিজেপি বিধায়কেরা। এরপরেই ওয়াকআউট করেন তাঁরা।

কিন্তু বিজেপির এতো গোঁসা কেন?
রাজ্যপাল তাঁর ভাষণে বলেন, “মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিগত বছর শান্তিপূর্ণভাবে কেটেছে। রাজ্যে আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার সর্বদা তৎপর। আনন্দ ও সৌহার্দ্যের বাতাবরণে সব ধর্মীয় উৎসব পালিত হয়েছে।“ অতিমারির সময়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের মানুষের কষ্ট লাঘব হয়েছে- একথাও ছিল ভাষণে। এই সব কথা মনঃপূত হয়নি বিজেপি বিধায়কদের। ফলে আক্রমণ করে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। তবে, কেন্দ্রের পাঠানো রাজ্যপালকেই সরাসরি আক্রমণ করা হয়। তাঁকে হায়-হায় বলা হয়। এমনকী, তাঁর দিকে কাগজ ছুড়ে মারেন বিজেপি বিধায়করা।

তবে, কাজে আসেনি তাঁদের বিক্ষোভ। এতটুকু বিচলিত হননি সিভি আনন্দ বোস। স্লোগানের মাঝেই পুরো ভাষণ শেষ করেন তিনি। ‘ফ্লপ শো’য়ে মুখ পোড়ে গেরুয়া শিবিরের। ২০২২-এর এই বাজেট অধিবেশনেই জগদীপ ধনকড় রাজ্যপাল থাকাকালীন ভাষণ শেষ করেননি। কিন্তু তাঁর সময় রাজভবনকে বিজেপি সদর কার্যালয় বানিয়ে ফেলেছিল বলে অভিযোগ বিরোধীদের। আনন্দ বোস প্রথম থেকেই রাজ্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন। আর এতেই বেজায় চটেছে পদ্মশিবির! এদিন শেষ পর্যন্ত অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বাইরে বেরিয়েও স্লোগান দিতে থাকেন তাঁরা। তবে, এই কোনও কিছুকেই পাত্তা না দিয়ে হাসিমুখে ভাষণ শেষ করে বেরিয়ে যান সিভি আনন্দ বোস।

এদিন রাজ্যপালের ভাষণ সংবাদমাধ্যমে লাইভ সম্প্রচার করা হয়েছে। বিজেপি বিধায়কদের এই আচরণের তীব্র নিন্দা হয় সব মহলে। “এটা আগে কখনও হয়নি। এরা সংবিধান মানে না। আমরা কখনও রাজ্যপালকে হায়-হায় বলিনি“- বিজেপির আচরণের তীব্র নিন্দা করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) নিজের টুইটার হ্যান্ডেলে তীব্র কটাক্ষ করে লেখেন,
“রাজ্যপাল তো বিধানসভায় বিজেপিকে পাত্তাও দিলেন না।
ওরা চেঁচালো, কাগজ ছিঁড়ল, শ্লোগান দিল, নিজেরাই বেরিয়ে গেল, বাইরে নাটক করল, রাজ্যপাল বেরিয়ে যাওয়ার সময়ও তাঁর বিরুদ্ধে হাঁকডাক করল। কিন্তু তাতে কী এসে গেল?
সবই ঠিকঠাক হল।
অতৃপ্ত আত্মা শুভেন্দুর দলের বেলুন ফুস।
হেরো। হেরো।“
প্রবল খোঁচা দিয়ে কুণাল লেখেন
“অপদার্থ আলুভাতে বিরোধী দলনেতার বিরোধী দল এই জোকারি ছাড়া কী করবে? রোজ একঘেয়ে কুৎসা আর মুখেন মারিতং জগত।
ডাহা ফেল।… কেন্দ্রের পাঠানো রাজ্যপালের ভাষণের সময় অসভ্যতা করল কেন্দ্রের শাসকদলের মানসিক অবসাদগ্রস্ত বঙ্গ শাখা। নিজেদের কেন্দ্রের পাঠানো রাজ্যপালকেও ছাড়ছে না। হাস্যকর। এতে বিজেপির দেউলিয়া, হতাশার রাজনীতি প্রমাণিত।…“

Related articles

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা...

অর্পিতার সঙ্গে সম্পর্ক কী, কাদের নিয়ে পরিবার? খোলাখুলি উত্তর পার্থর

শিক্ষক নিয়োগ মামলায় তাঁর গ্রেফতার হওয়ার পরেই গ্রেফতার হন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukharjee)। জামিন পেয়ে বাড়ি...

ডবল ইঞ্জিনের গোয়ায় কোটি টাকার চাকরি কেলেঙ্কারি! জড়িত বিজেপি মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলা

ফের ডবল ইঞ্জিন সরকারের দুর্নীতি ফাঁস। কোটি কোটি টাকার 'চাকরির বিনিময়ে নগদ' কেলেঙ্কারির এক মূল অভিযুক্ত গোয়ার (Goa)...

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...
Exit mobile version