Weather Update : সপ্তাহান্তে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের !

উষ্ণ মকর সংক্রান্তি, উষ্ণ সরস্বতী পুজোর পর কি এবার ভ্যালেন্টাইন্স ডে- তেও রুমাল দিয়ে ঘাম মুছতে হবে বাঙালিকে? হাওয়া অফিস সূত্রে খবর, আগামী বেশ কিছুদিন তাপমাত্রার পারদ এভাবেই ওঠা-নামা করবে। সপ্তাহান্তে তাপমাত্রার পারদ আবারও খানিকটা কমতে পারে।

0
1

‘মাঘের শীতে বাঘ কাঁপা’র কথা, অথচ সেই মাঘের মধ্যগগনে কার্যত ঘাম ঝরছে বাঙালির। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেভাবে গরম বাড়ছে তাতে এখন থেকেই ছাতা হাতে পথে বেরিয়েছেন মানুষজন। প্রতিদিন ভোরে ঘন কুয়াশার (Deep Fog)চাদরে ঢেকে যাচ্ছে গোটা রাজ্য। কিন্তু সকাল হতেই ছবির পরিবর্তন। সপ্তাহের শুরু থেকে যেভাবে তাপমাত্রা বেড়েছে তাতে শীত (Winter) বিদায় পর্ব এক প্রকার শুরু হয়েছে বলেই নিশ্চিত করতে চাইছেন অনেকে। যদিও এর মাঝেই আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department)পূর্বাভাস , সপ্তাহের শেষেই আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি (Rain Alert)হবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

এই মরসুমে শীতের দাপট নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু হলেও ডিসেম্বরের শেষ থেকেই আর স্বমহিমায় ব্যাটিং করতে দেখা যায় নি শীতকে। উষ্ণ মকর সংক্রান্তি, উষ্ণ সরস্বতী পুজোর পর কি এবার ভ্যালেন্টাইন্স ডে- তেও রুমাল দিয়ে ঘাম মুছতে হবে বাঙালিকে? হাওয়া অফিস সূত্রে খবর, আগামী বেশ কিছুদিন তাপমাত্রার পারদ এভাবেই ওঠা-নামা করবে। সপ্তাহান্তে তাপমাত্রার পারদ আবারও খানিকটা কমতে পারে। তাই বলাই যায় এই মুহূর্তে একেবারেই বিদায় নিচ্ছে না শীত। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন না হলেও দার্জিলিং ও কালিম্পং-র বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস প্রায় নেই বললেই চলে।