Saturday, August 23, 2025

গত কয়েকদিন ধরেই বিনোদন জগতের সংবাদের শিরোনামে সিদ্ধার্থ – কিয়ারাকে (Siddharth- Kiara)টেক্কা দিলেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। নিজের স্বামীর সঙ্গে সম্পর্কের তিক্ততা প্রকাশ্যে আনার পর থেকেই নেটিজেনদের একাংশ কার্যত রাখিকে তুলোধোনা করেছেন। অনেকেই বলছেন খবরে থাকার জন্য এভাবেই বারবার নানা কাণ্ড ঘটিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। এবার কি তবে ফের নাটক? মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে রাখির স্বামী আদিল খান দুরানিকে (Adil Khan Durrani)। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারি বলে জানা যায়। এরপর ওশিয়ারা পুলিশ স্টেশনের (Oshiwara Police Station) বাইরে অসুস্থ হয়ে পড়েন রাখি। কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারান বলেই প্রত্যক্ষদর্শীরা বলছেন।

ঠিক কী হয়েছিল? শারীরিক নির্যা*তনের অভিযোগে স্বামী আদিল খান দুরানিকে (Adil Khan Durrani) কাঠগড়ায় তুলেছেন রাখি। এখানেই শেষ নয় আদিল অভিনেত্রীর বাড়ি থেকে তাঁর জিনিসপত্র চুরি করেছেন বলেও দাবি রাখির। তিনি আগেই অভিযোগ করেছিলেন যে তাঁর স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। এবং সেই কারণেই আদিল তাঁকে ছেড়ে প্রেমিকার সঙ্গে বসবাস শুরু করেন। রাখিকে ব্যবহার করে প্রচারের আলোয় আসতে চেয়েছিলেন আদিল বলেও অভিযোগ অভিনেত্রীর।

রাখির অভিযোগের পর মঙ্গলবার আদিলকে গ্রেফতার করে পুলিশ। ঠিক এই আবহে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে ওশিয়ারা পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতে আচমকাই জ্ঞান হারান অভিনেত্রী। ভাই রাকেশ সাওয়ান্ত (Rakesh Sawant)আর রাখি যখন আদিল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছিলেন তখন হয়তো ক্লান্তিজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন রাখি। প্রসঙ্গত কদিন আগে নিজের মায়ের মৃত্যুর জন্য রাখি তাঁর স্বামী আদিলকে দায়ী করেন।

 

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version