Sunday, May 4, 2025

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাহুলের মন্তব্য মানহানিকর, শাস্তির দাবিতে স্পিকারের দ্বারস্ত বিজেপি

Date:

আদানি ইস্যুতে মঙ্গলবার লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) একহাত নেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। রাহুলের বক্তব্যের জেরে রীতিমতো শোরগোল শুরু হয় জাতীয় রাজনীতিতে। এবার রাহুলের মন্তব্য প্রধানমন্ত্রীর জন্য ‘অপমানজনক’ দাবি করে তাঁর শাস্তির দাবিতে স্পিকারের(Speaker) দ্বারস্ত হল বিজেপি(BJP)। বিজেপির দাবি, রাহুল যা বলেছেন তা ‘অবমাননাকর এবং অশালীন’।

রাহুলের এহেন মন্তব্যের পর তাঁর শাস্তির দাবি জানিয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে চিঠি লিখেছেন লোকসভার স্পিকার ওম বিড়লাকে। তাঁর দাবি, রাহুল কক্ষকে বিভ্রান্ত করেছেন এবং কোনও প্রমাণ ছাড়াই মোদিকে (PM Modi) ‘পুঁজিবাদী’ বলে তোপ দেগেছেন। তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপন করার সময় রাহুল গান্ধী লোকসভায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে বিবৃতি রেখেছেন তা যাচাইবিহীন, অপরাধমূলক এবং মানহানিকর।’ এই ধরনের মন্তব্যকে ‘অসংসদীয়’ বলেও তোপ দাগেন তিনি। পাশাপাশি তাঁর মতে, রাহুল যে ধরনের কথা বলেছেন তা কক্ষের মর্যাদাকে ক্ষুণ্ণ করে। এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে পদক্ষেপের আরজি জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে আদানি ইস্যুতে প্রধানমন্ত্রীর দিকে অভিযোগের আঙুল তুলে রাহুল বলেন, “২০১৪ সালের আগে গৌতম আদানি বিশ্বের ধনীদের তালিকায় ৬০৯ নম্বরে ছিলেন। কিন্তু মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পরই কী যে জাদু হল, আদানি দু’নম্বরে পৌঁছে গেলেন। আমি তো বুঝতেই পারি না, সব ব্যবসাতেই আদানি ঢুকে পড়েন কী করে? আমি সরকারের থেকে মোদি ও আদানির মধ্যে কী সম্পর্ক কী তা জানতে চাই।” রাহুলের বক্তব্যের সময় সংসদে ব্যাপক শোরগোল করতে দেখা যায় শাসক দলের সাংসদদের। এই ঘটনাতেই এবার রাহুলের শাস্তি চেয়ে স্পিকারকে চিঠি লিখল বিজেপি।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version