Thursday, December 25, 2025

Entertainment- আমি বিপ্লব: বই প্রকাশে ফাঁ*স অভিনেতার ব্যক্তিজীবন

Date:

Share post:

অভিনেতা হিসেবে তিনি বাংলা সিনে দুনিয়ায় কাছে ভীষণ পরিচিত ‘খলনায়ক’। কিন্তু বাস্তব জীবনেও কি তাই? এবার পর্দায় নেগেটিভ চরিত্রে দেখা বিপ্লব চট্টোপাধ্যায়ের (Biplab Chatterjee)বাস্তব জীবন উঠে এল বই- এর পাতায়। প্রকাশিত হল ‘আমি বিপ্লব’ (Aami Biplab),বইটি লিখেছেন সাহিত্যিক ও সাংবাদিক সুমন গুপ্ত (Suman Gupta)। বুধবার কলকাতার প্রেস ক্লাবে এই বই প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে দীপ প্রকাশন (Deep Prakashan)।

বিনোদনের পর্দায় যাঁরা আইকনিক ‘ভিলেন’ হয়ে ওঠেন বাস্তব জীবনে তাঁরা একদমই বিপরীত চরিত্রের হয় বলে দেখা গেছে। বলিউড থেকে টলিউড, এই ছবিটা প্রায় সব ইন্ডাস্ট্রিতেই এক। এবার অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের জীবনী প্রকাশ অনুষ্ঠানে যেন সেই কথাই তুলে ধরলেন অভিনেতা শুভাশিষ মুখোপাধ্যায়(Subhasish Mukherjee)। তিনি এই বই প্রকাশ অনুষ্ঠানে এসে বলেন, বাড়িতে নিজের স্ত্রীয়ের কাছে একদম শান্ত থাকেন বিপ্লব চট্টোপাধ্যায়। অথচ সিনেমায় তাঁর রাশভারী দাপট চোখে পড়ে টলি জগতের বাকি তারকাদেরও। অনুষ্ঠানে ইন্ডাস্ট্রির ‘বুম্বা দা’ বলেন , বিপ্লব চট্টোপাধ্যায় এমন একজন মানুষ যিনি সবার আগে মানুষের বিপদে পাশে এসে দাঁড়ান। এই প্রসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) দু- একটি ঘটনার কথাও উল্লেখ করেন। দীপ প্রকাশন থেকে প্রকাশিত ‘আমি বিপ্লব’,বইটির দাম ৪৫০ টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সন্দীপ রায় (Sandip Ray)ও দীপ প্রকাশনের কর্ণধার দীপ্তাংশু মণ্ডলও (Deeptangshu Mondal)।

বই মানুষকে অনেক বেশি করে জানার ব্যাপারে আগ্রহী করে তোলে। শুধু অভিনেতা হিসেবেই নয় পাঠকদের কাছে একদম ছাপোষা বাঙালি হিসেবেই এই বইতে ধরা দিয়েছেন বিপ্লব চট্টোপাধ্যায়, বলে জানান পরিচালক সন্দীপ রায়। বিপ্লব চট্টোপাধ্যায় এই অনুষ্ঠানে নিজের সিনে ক্যারিয়ারের পাশাপাশি ফেলে আসা জীবনের নস্টালজিয়ায় ফিরে যান। অনুষ্ঠানে কেক কেটে একে অন্যের মিষ্টি মুখ করানো হয়।

 

spot_img

Related articles

ওড়িশার খুন হওয়া শ্রমিকের দেহ ফেরাতে উদ্যোগী মমতা-অভিষেক, বাংলাভাষী হত্যার তীব্র নিন্দা তৃণমূলের

বিজেপি পোস্টারে লিখছে, "বাংলায় বাঁচতে বিজেপি BJP) চাই"! প্রধানমন্ত্রী বাংলা এসে ভাষণেও সে কথাই বলছেন! এর অর্থ কী?...

বিশ্বকাপ জিতিয়েও খেলরত্নে ব্রাত্য হরমনপ্রীত-স্মৃতি, প্রশ্নের মুখে বিসিসিআইয়ের ভূমিকা

অর্জুনের মতোই খেলরত্নের (Khel Ratna Awarded ) তালিকায় নাম নেই কোনও ক্রিকেটারের। কিন্তু চলতি বছরেই ভারতীয় মহিলা ক্রিকেট...

ইকো পার্ক থেকে চিড়িয়াখানা, বড়দিনে শহর জুড়ে বিনোদন পার্কে উপচে পড়া ভিড়

ক্রিসমাসের আনন্দে (Christmas Celebration) মেতে উঠেছে বাংলা। জেলা থেকে রাজ্য সর্বত্র একই ছবি। শীতকালীন উৎসবের মরশুমে কলকাতার বিনোদন...

কনিষ্ঠকন্যার পর আগুনে ঝলসে মৃত্যু বিএনপি নেতার জ্যেষ্ঠকন্যারও

দিন কয়েক আগে বাংলাদেশে (Bangladesh) উন্মত্ত জনতার রোষে আগুনে ঝলসে মৃত্যু হয় বিএনপি নেতার সাত বছরের শিশুকন্যার। বুধবার...