Sunday, November 16, 2025

মহারাষ্ট্রে সাংবাদিকের মৃ*ত্যুতে খু*নের তত্ত্ব, তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি

Date:

দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন? একের পর এক বেআইনি কার্যকলাপ ও দুর্নীতির মুখোশ খুলে দেওয়া সাংবাদিকের রহস্য মৃত্যুর ঘটনায় সরগরম বিজেপি শাসিত মহারাষ্ট্রে(Maharastra)। সাংবাদিক শশীকান্ত ওয়ারিশের(Shashikanta Warish) মৃত্যুর ঘটনায় উপযুক্ত তদন্তের দাবি জানিয়ে খোদ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে(Eknath Shindhe) চিঠি দিল একাধিক সংবাদমাধ্যম(News Media)।

সোমবার বিকেলে, একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ‘মহানগরী টাইমস’-এর সাংবাদিক শশীকান্ত ওয়ারিশ। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। যেখানে মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে একাধিক সংবাদমাধ্যমের দাবি এটা নিছক দুর্ঘটনা নয় পরিকল্পিত খুন। আর এই খুনের উপযুক্ত তদন্তের দাবি জানিয়ে মারাঠি সাংবাদিক সংঘ (এমএমপিএস)মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাবিসকে চিঠি লেখে। এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি করা হয়েছে। MMPS-এর তরফে ওয়ারিশকে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ে এক সাহসী সাংবাদিক হিসাবে বর্ণনা করা হয়েছে।

এই মৃত্যুর ঘটনায় রত্নাগিরি পুলিশের তরফে জানানো হয়েছে, কোনও ধরণের চাপের কাছে মাথানত করবে না পুলিশ। এই ঘটনায় ফরেনসিক রিপোর্টও পরীক্ষা করা হবে। পুলিশ সুপার ধনঞ্জয় কুলকার্নি বলেছেন, এলাকার সকল সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সন্ধ্যার মধ্যে গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। আদালতে তোলা হলে আদালত তাকে সাত দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। উল্লেখ্য, রত্নাগিরি রিফাইনারি প্রকল্প নিয়ে একাধিক সংবাদ পরিবেশন করে শিরোনামে আসেন শশীকান্ত।

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version