Thursday, August 28, 2025

আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দু নম্বরে উঠে এলেন পান্ডিয়া

Date:

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন পান্ডিয়া। আফগানিস্তানের মহম্মদ নবীকে টপকে শুধু সেরা দুইয়েই ওঠেননি, রেটিং পয়েন্টে শীর্ষে থাকা সাকিব আল হাসানের ঘাড়ে নি:শ্বাস ফেলছেন। এক নম্বরে থাকা সাকিবের রেটিং ২৫২, পান্ডিয়ার ২৫০। তিনে থাকা নবীর রেটিং পয়েন্ট ২৩৩। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের নৈপুণ্যে মোট ৩৩ পয়েন্ট যোগ হয়েছে হার্দিক পান্ডিয়ার।

শুধু পান্ডিয়াই নন, আইসিসির সম্প্রতি প্রকাশিত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন ভারতীয় দলের আরও দুই ক্রিকেটার। বাঁহাতি পেসার অর্শদীপ সিং আট ধাপ এগিয়ে এখন ১৩ নম্বরে। ২৩ বছর বয়সী শুভমান গিল কিউইদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৬৩ বলে ১২৬ রানের অপরাজিত ইনিংস খেলার আগে ছিলেন ১০০–র বাইরে। ব্যাটসম্যানদের নতুন র‍্যাঙ্কিংয়ে ১৬৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩০তম স্থানে।

ভারতের সূর্যকুমার ব্যাটসম্যানদের এক নম্বর স্থান ধরে রেখেছেন। দুইয়ে অপরিবর্তিত পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানও। নিউজিল্যান্ডের ডেভন কনওয়েকে টপকে তিনে উঠে এসেছেন বাবর আজম। টি-টোয়েন্টির বোলারদের মধ্যে প্রথম তিনটি স্থানে যথারীতি আছেন রশিদ খান, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও আদিল রশিদ। একই চিত্র ওয়ানডের সেরা তিনেও। শীর্ষ তিন বোলার মহম্মদ সিরাজ, জশ হ্যাজলউড ও ট্রেন্ট বোল্ট নিজেদের অবস্থান ধরে রেখেছেন। ব্যাটসম্যানদের মধ্যে কুইন্টন ডি কককে টপকে তিনে উঠে এসেছেন ডেভিড ওয়ার্নার। বাংলাদেশের সাকিব টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডেতেও অলরাউন্ডারদের শীর্ষ স্থান টিকিয়ে রেখেছেন। আছেন ওয়ানডে বোলারদের সপ্তম স্থানে, যেখানে মোস্তাফিজুর রহমান আছেন নয় নম্বরে।

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version