Saturday, May 17, 2025

তৃণমূলকে ঠেকাতে মেঘালয়ে হামলার নীতি বিজেপি-এনপিপির, আক্রান্ত প্রার্থী-সহ একাধিক

Date:

উত্তর-পূর্বের রাজ্য মেঘালয়ে(Meghalaya) বিজেপি(BJP) জোটকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছে তৃণমূল। ঘাসফুলকে ঠেকাতে এবার হিংসার পথে নামল শাসকদল। মঙ্গলবার রাতে মেঘালয়ের পশ্চিম গারো পাহাড়ের ফুলবাড়ি কেন্দ্রে তৃণমূল প্রার্থী(TMC Candidate) ও সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল শাসকদল ন্যাশনাল পিপলস পার্টির(NPP) বিরুদ্ধে। এই হামলায় আহত হয়েছেন ফুলবাড়ির তৃণমূল প্রার্থী এসজি এসমাতুর মোমিনিন(SG Esmatur Mominin)।

জানা গিয়েছে, পশ্চিম গারো পাহাড়ের ফুলবাড়ি (Phulbari) কেন্দ্রের চারবাতাপাড়ায় এক জনসভার আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফে। তবে সেই সভা শুরুর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০ টা নাগাদ সেখানে চলে দুষ্কৃতী হামলা। ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন ফুলবাড়ির তৃণমূল প্রার্থী এসমাতুর মোমিনিন সহ তৃণমূল কর্মীরা। দুষ্কৃতী হামলায় তৃণমূল প্রার্থী সহ বহু কর্মী আহত হন। ঘটনার জেরে অনেককেই ভর্তী হতে হয় হাসপাতালে। এই ঘটনার পর সংবাদমাধ্যমকে মোমিনিন বলেন, তৃণমূল সেখানে নির্বাচনী লড়াইয়ে নামতেই সজাগ এনপিপি। লড়াইয়ের রাস্তা থেকে তাদের সরিয়ে দেওয়ার উদ্দেশে তৃণমূলের উপর এই হামলা। সভা বানচালের চেষ্টা। এ বিষয়ে অবশ্য এনপিপি-র এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, উত্তর-পূর্বের রাজ্যগুলিকে পাখির চোখ করে ময়দানে নেমেছে তৃণমূল। ক্ষমতা দখলের লড়াইয়ে মেঘালয়ে জোর কদমে প্রচারও শুরু করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে তৃণমূলের জমি শক্ত হওয়ার পর এবার ঘাসফুল ঠেকাতে হামলার পথ ধরল এনপিপি-বিজেপি জোট শিবির।

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...
Exit mobile version