Saturday, May 17, 2025

ফের শিরোনামে পাকিস্তান ক্রিকেট। কী না হয় সে দেশে। ইংল্যান্ডে বসে নিজের চাকরি বজায় রেখেই ‘অনলাইনে’ জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পাওয়া যায়। আবার ক্রিকেট থেকে অবসর না নিয়েই জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হওয়া যায়। বিশ্বের প্রথম ‘অনলাইন কোচ’ মিকি আর্থার তার সবচেয়ে বড় উদাহরণ। আবার খেলা না ছেড়েও জাতীয় দলের নির্বাচক হওয়া যায় ! দীর্ঘদিন পাকিস্তান ক্রিকেট দলে ‘ব্রাত্য’  উইকেটকিপার–ব্যাটসম্যান কামরান আকমল তার বড় উদাহরণ।

দেশের নির্বাচকদের ওপর তাঁর ক্ষোভের কথা সবার জানা। সেই নির্বাচক হিসেবেই নিয়োগ পেয়েছেন তিনি,তাও আবার খেলা থেকে অবসর না নিয়েই। গতকাল ৭ ফেব্রুয়ারি নির্বাচক হওয়ার এক দিন পরেই আজ ৮ ফেব্রুয়ারি কামরান আকমল সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন।রমিজ রাজাকে পিসিবির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিয়ে সেই চেয়ারে নাজাম শেঠি বসার পর থেকে এমন নানান ধরনের পরিবর্তন ঘটে চলেছে পাকিস্তান ক্রিকেটে।

মহাম্মদ ওয়াসিমের নেতৃত্বাধীন আগের নির্বাচক কমিটিকে বিদায় করে দেওয়া হয়। শাহিদ আফ্রিদিকে কিছু দিনের জন্য প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব তিনি পালন করতে চাননি। এর পরপরই প্রধান নির্বাচকের পদে নিয়োগ দেওয়া হয় ব্যাটসম্যান হারুন রশিদকে। কামরান আকমল তাঁর অধীনেই অন্যতম নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে কামরান আকমল বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করবেন। সেখানে কামরানের সঙ্গে কাজ করবেন সাবেক ক্রিকেটার তৌসিফ আহমেদ, আরশাদ খান, শোয়েব খান ও শাহিদ নাজির।

অবসরের পর কামরান আকমল বলেছেন, ‘হ্যাঁ, আনুষ্ঠানিকভাবেই অবসর নিয়েছি। তবে আমি খেলা ছাড়লেও ছোটখাটো আনঅফিশিয়াল লিগে খেলা চালিয়ে যাব।’ একই সঙ্গে তিনি পিএসএলের দল পেশোয়ার জালমির মেন্টরের দায়িত্বও পালন করবেন।পাকিস্তানের হয়ে ১৫৭টি টেস্ট ও ৫৩টি ওয়ানডে খেলেছেন কামরান আকমল। সেই সঙ্গে খেলেছেন ৫৮টি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। ২০০২ সালে টেস্ট অভিষেকের পর ২০১৭ সালে খেলেছেন শেষ ওয়ানডে। শেষ টি–টোয়েন্টিও খেলেছেন ২০১৭ সালে। দল নির্বাচন নিয়ে সব সময়ই সমালোচনামুখর ছিলেন পাকিস্তানি ক্রিকেটার হিসেবে আইপিএল খেলা এই উইকেটকিপার–ব্যাটসম্যান।

 

Related articles

ছত্রপতি শিবাজী বিমানবন্দরে হামলার হুমকি! মুম্বইয়ে জারি সর্তকতা

বাণিজ্য নগরীতে নাশকতার ছক! শনিবার সকালে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (Chhatrapati Shivaji Maharaj International Airport Mumbai) বোমা...

তাপপ্রবাহের মাঝে স্বস্তি, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি- কালবৈশাখীর পূর্বাভাস! 

চরম গরমের চোখরাঙানিকে ব্যাকফুটে রেখে স্বস্তির বৃষ্টি ভিজতে চলেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর...

রূপ বদলে ফিরছে কোভিড! ভারতে সংক্রমণের আশঙ্কা কতটা 

ফের কোভিড ১৯ (Covid 19) আতঙ্ক। ইতিমধ্যেই ভাইরাসের পুনরাগমন হয়েছে হংকং (Hong Kong) ও সিঙ্গাপুরে (Singapore)। তাহলে কি...

রাজ্যজুড়ে পালিত হবে শহিদতর্পণ, আজ থেকে পথে নামছে তৃণমূল

অপারেশন সিন্দুর-এর মধ্যে দিয়ে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করেছে ভারতীয় সেনা (Indian Army)। দলমত নির্বিশেষে গোটা দেশ সেনার সেই...
Exit mobile version