Monday, August 25, 2025

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

Date:

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপরও মিথ্যাচার করে জটিলতা তৈরি করেছে বিজেপি। কিছু মানুষকে অল্পদিনের জন্য ভুল বুঝিয়ে রাখা যায়, কিন্তু সব মানুষকে চিরদিনের জন্য ভুল বুঝিয়ে রাখা যায় না। সেটাই দেখা গেল মতুয়া ঠাকুরবাড়িতে।

বিজেপি সাংসদ কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুরের (Santanu Thakur) বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনলেন তাঁরই গর্ভধারিণী মা ও বড় দাদা। ঠাকুরবাড়ি করায়ত্ত করতে চাইছে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সাংবাদিক বৈঠক করে মা ছবিরানী ঠাকুর ও দাদা গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের (Subrata Thakur) অভিযোগ, নিজের স্বার্থসিদ্ধির জন্য মাকেও হেনস্থা করতে ছাড়ছেন না শান্তনু।

এই অবস্থায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর তাঁদের পাশে দাঁড়িয়েছেন। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ঠাকুরবাড়ির অভিভাবক মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur)। বড়মার পর তাঁকে সবাই মানে। ফলে তাঁর সঙ্গে বাড়ির অন্যান্য সদস্যদের যোগাযোগ থাকবে এটাই স্বাভাবিক।

আরও পড়ুন: মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

অভিযোগ, বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এখন মা, দাদা কাউকেই মানছেন না। ঠাকুরবাড়ির প্রাক্তনীদের আন্দোলন, সংগ্রামের কথা কিছুই মানতে চাইছেন না। ঠাকুরবাড়ির ঐতিহ্যকেও অস্বীকার করতে চাইছেন। এতদিন বনগাঁর মানুষ তাঁর বিরুদ্ধে অভিযোগ করত, এখন নিজের মা ও দাদাও একই অভিযোগ হানলেন।

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version