Sunday, May 4, 2025

চুল কাটতে গিয়ে বিপত্তি! মোটা টাকার ক্ষতিপূরণের নির্দেশ পেয়ে সুপ্রিম দ্বারস্থ বিউটি পার্লার

Date:

গ্ল্যামার ওয়ার্ল্ডে (Glamour World) রূপের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় পোশাক (Dress) ও বডি ল্যাঙ্গুয়েজ (Language)। তবে চুলের ভুমিকাও কোনও অংশে কম নয়। আর সেই চুল নিয়েই বাধল বিপত্তি। ঘটনার জল গড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court of India) পর্যন্ত। পাশাপাশি এমন ‘অপরাধের’ জন্য ওই নির্দিষ্ট বিউটি পার্লারকে ২ কোটি টাকার ক্ষতিপূরণের (Compensation) নির্দেশ দেয় জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশন (NCDCRC)। তবে এই আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত সাফ জানিয়েছে, ক্ষতিপূরণের পরিমাণ কত হবে তা নির্ধারণ করতে হবে প্রমাণের উপর ভিত্তি করে। শুধু জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সেটা সম্ভব নয়।

ঠিক কী হয়েছিল?

চুল কাটতে বিউটি পার্লারে গিয়েছিলেন এক মডেল (Model)। তবে তিনি চুল কাটার আগে ঠিক যেমনটা বলেছিলেন সেভাবে কাটাই হয়নি চুল, উল্টে তাঁর চুল আশ্চর্যজনক ভাবে ছোট করে দেওয়া হয় বলে অভিযোগ। চুলের চিকিৎসা করানোর সময় মডেলের ত্বক ক্ষতিগ্রস্ত হয় বলে খবর। আর এরপরই ওই মডেল কাজ হারান। এরপরই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে খবর। আর্থিক অবস্থার পাশাপাশি তাঁর মানসিক অবস্থাও অত্যন্ত খারাপ বলে জানিয়েছেন তিনি। আর এরপরই ক্ষতিপূরণ বিপুল অঙ্কের টাকার দাবি করা হয়েছে। আর এমন নির্দেশ পেয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিউটি পার্লার সংস্থাটি।

সুপ্রিম কোর্টে মামলাটি উঠলে জানিয়ে দেওয়া হয়, বিষয়টিতে এনসিডিআরসি যথেষ্ট একচোখামি দেখিয়েছে। তবে ঘটনাটি ২০১৮ সালের। তবে শীর্ষ আদালত মহিলাকে সেই বছরে তাঁর মোট সম্পত্তির পরিমাণ কত ছিল লিখিত ভাবে প্রমাণ সহ তা আদালতে দ্রুত জমা দেওয়ার নির্দেশের পাশাপাশি সেই সময় তাঁর কাছে মডেলিং ও বিজ্ঞাপনের কী কী প্রজেক্ট ছিল, সেই সবের চুক্তিপত্র ও নথি আদালতে জমা দিতে নির্দেশ দেয়। তবে মডেল সেগুলি সুপ্রিম কোর্টে জমা দিতে পারেননি। তবে মডেলটির মানসিক অবস্থায় সমব্যথী আদালত। পাশাপাশি তবে এনসিডিআরসিকে ক্ষতিপূরণের বিষয়টি পুনর্বিবেচনা করতে বলেছে সর্বোচ্চ আদালত।

 

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version