Wednesday, August 27, 2025

কাঁথির শ্মশান দু*র্নীতি মামলায় নয়া মোড়! রাজ্যকে ফের মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের

Date:

কাঁথি পুরসভার শ্মশান সংস্কার সংক্রান্ত টেন্ডার (Contai Tender Scam) নিয়ে রাজ্যের করা মামলায় স্থগিতাদেশের মধ্যেই এবার নয়া মোড়। বৃহস্পতিবার রাজ্যকে নতুন করে মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (Division Bench)। কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা (Rajasekhar Mantha) রাজ্যের দায়ের করা মামলায় স্থগিতাদেশ দেন। তবে মামলার মূলচক্রী শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari) ঘনিষ্ঠ রামচন্দ্র পণ্ডা (Ramchandra Ponda)। আর যার ফলে স্বাভাবিকভাবেই অভিযোগের আঙুল উঠতে শুরু করেছে সৌমেন্দুর দিকেও।

উল্লেখ্য, কাঁথি পুরসভার টেন্ডার সংক্রান্ত দুর্নীতির অভিযোগ যখন সামনে আসে, তখন সৌমেন্দুই ছিলেন কাঁথি পুরসভার চেয়ারম্যান। তবে অভিযোগকারিণী ফ্রেন্ডস ইঞ্জিনিয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সম্পাদক কাকলি পণ্ডা সম্প্রতিই আদালতকে জানিয়েছেন, তাঁকে ভয় দেখিয়ে অভিযোগপত্রে সই করানো হয়েছিল। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রামচন্দ্র। বিচারপতি মান্থার এজলাসে কাকলির বয়ান জানিয়ে পাল্টা মামলা করেন রামচন্দ্র। এরপরই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি। বৃহস্পতিবার সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য।

এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ রাজ্যকে নতুন করে সেই মামলা করার অনুমতি দিয়েছে। গত ৪ নভেম্বর অভিযোগের ভিত্তিতে সৌমেন্দুর ঘনিষ্ঠ রামচন্দ্রকে গ্রেফতার করে কাঁথি থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে কাঁথি পুরসভার শ্মশান সংস্কার সংক্রান্ত টেন্ডার নিয়ে অন্তত দেড় কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। ঘটনার সূত্র ধরে সৌমেন্দুর বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়। কিন্তু পরবর্তী কালে সৌমেন্দু এই মামলায় হাই কোর্টের রক্ষাকবচ পেলেও গ্রেফতার হন রামচন্দ্র।

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version