Monday, August 25, 2025

বেআইনিভাবে তৈরি হয়েছিল লজ (Lodge)। এবার সেই লজ ভাঙার নির্দেশ দিল বিষ্ণুপুর পুরসভা (Bishnupur Municipality)। বিষ্ণুপুরের জোড় বাংলার পাশেই রয়েছে প্রাচীন সৌধ গুমগুড়। আর তার মাঝেই তৈরি হয়েছিল বিশাল আকারের ওই লজ। তবে পুরাতত্ত্ব বিভাগের (Department of Archaeology) নিয়ম অনুযায়ী কোনও প্রাচীন সৌধের ১০০ মিটারের মধ্যে কোনও নির্মাণ করা যায় না। ২০০ মিটারের মধ্যে নির্মাণ করতে গেলেও প্রয়োজন হয় পুরাতত্ত্ব বিভাগের অনুমতির। কিন্তু তা নেওয়া হয়নি। আর সেইসব নিয়মকে অগ্রাহ্য করেই বেআইনি নির্মাণ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ।

তবে এবার লজ কর্তৃপক্ষকে তৃতীয়বার নোটিস দিয়ে বিষ্ণুপুর পুরসভা সাফ জানিয়ে দিল আগামী ১৫ দিনের মধ্যে ওই নির্মাণ ভেঙে ফেলতে হবে। নাহলে পুর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ইতিমধ্যে পুরসভার তরফে কর্মীরা ওই লজে গিয়ে নোটিশ (Notice) টাঙিয়ে দিয়েছে বলে খবর।

এদিকে পুরাতত্ত্ব বিভাগ জানিয়েছে, বিষ্ণুপুরের অন্যতম ঐতিহ্যবাহী সংরক্ষিত মন্দির জোড় বাংলা থেকে ওই নির্মাণের দূরত্ব মেরেকেটে ৭৫ মিটার। বিষ্ণুপুর পুরসভার পুরপ্রধান গৌতম গোস্বামী জানান, তাঁদের তরফেও নির্মাণের কোনও অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি নজরে আসার পর ২০২১ সালে তৎকালীন নির্মীয়মাণ লজ কর্তৃপক্ষকে নির্মাণকাজ বন্ধের নোটিস দেয় পুরাতত্ত্ব বিভাগ। কিন্তু তাতে কোনও কাজ না হওয়ায় পরবর্তীতে পরপর দু’বার লজ কর্তৃপক্ষকে নোটিস দেয় বিষ্ণুপুর পুরসভা। কিন্তু তারপরও নির্মাণ কাজ শেষ করে পুরো মাত্রায় লজ চালু করে দেয় কর্তৃপক্ষ এমনটাই অভিযোগ।

 

 

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version