Wednesday, November 5, 2025

এগিয়ে থেকেও ড্র। বুধবার ঘরের মাঠে নর্থইস্ট ইউনাটেডের কাছে ৩-৩ গোলে ড্র করে ইস্টবেঙ্গল এফসি। তিন পয়েন্টের বদলে মাত্র এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হল লাল হলুদ ব্রিগেডকে। আর এই ফলাফলেই হতাশ ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট‍্যান্টাইন। বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে রক্ষণের ভুলের জন্য, ফের একবার পয়েন্ট খোঁয়াতে হল।  যা তাদের চলতি লিগে বরাবরই ভুগিয়ে আসছে। আক্রমণ ভাল হলেও রক্ষণের দোষে যে পিছিয়ে যাচ্ছে  তা আরও একবার  প্রমাণিত হল। যা নিয়ে হতাশ লাল-হলুদ কোচ।

ম‍্যাচ শেষে স্টিফেন বলেন,”আমাদের দলে অনেক কিছুরই অভাব রয়েছে, যা না মিটলে বারবার এভাবে আমাদের হতাশ হতে হবে। শুধু মনসংযোগের অভাব নয়, ভাল মানের অভাব, সচেতনতার অভাব সবই আছে আমাদের। এই ম্যাচের জন্য একটা পরিকল্পনা ছিল আমাদের। সেই অনুযায়ী একটা গোলও দিই আমরা। এই গোলটা দেওয়ার পরে জানি না কেন, আমাদের ছেলেদের মধ্যে একটা আত্মতুষ্টি ঢুকে পড়ল। নর্থইস্ট তিনটি গোলই আমাদের দোষে হয়েছে। এমন কিছু আহামরি গোল ওরা করেছে, তা বলা যাবে না। আমরা নিজেদের কাজ ঠিকমতো করতে পারিনি বলেই ওরা গোলগুলো করতে পেরেছে। সারা মরশুমেই একই জিনিস বারবার ঘুরেফিরে এসেছে। এখন আমাদের শেষ তিনটি ম্যাচে যাতে এর চেয়ে ভাল খেলতে পারি, সে দিকে দেখতে হবে।”

লিগের শেষ দিকে এখন প্রায় সব দলকেই অল্প দিনের ব্যবধানে বেশি সংখ্যক ম্যাচ খেলতে হচ্ছে। এটা ব্যর্থতার আর একটা কারণ বলে মনে করেন লাল-হলুদ কোচ। এই নিয়ে স্টিফেন বলেন, “১২-১৪ দিনে আমাদের পাঁচটা ম্যাচ খেলতে হচ্ছে। এটা খুবই কঠিন। সে জন্য একটা ভাল, শক্তিশালী দল দরকার। রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দেরও এজন্য দক্ষ হওয়ার দরকার। যদিও অনেক দিন পরে মাঠে নেমে শৌভিক চক্রবর্তী ভাল খেলেছে। কিন্তু হীমাংশু জাঙরা ভাল খেলতে পারেনি। যারা সুযোগের অপেক্ষায় থাকে, তাদের সুযোগ পেলে তা কাজে লাগাতে হয়। ”

এদিকে ম‍্যাচে গোল পেলেও জার্ভিসের পারফরম্যান্সে এখনও পুরোপুরি সন্তুষ্ট নন স্টিফেন। জার্ভিসের অনবদ্য বাইসাইকেল কিকে গোলের প্রসঙ্গ উঠলে তিনি বলেন, “জার্ভিস ভাল করবে বলেই তো ওকে আনা হয়েছে। ও ঠিকঠাকই খেলেছে। তবে ওকে আরও ভাল করতে হবে। আসলে ও গত তিন মাস কোনও ম্যাচ খেলেনি। ৯০ মিনিট পুরো খেলাটাই ওর পক্ষে কঠিন। আশা করি, বাকি তিনটে ম্যাচে ও আরও ভাল খেলবে এবং মরশুমের শেষে ওকে ম্যাচফিট বলতে পারব। তবে পরের সুপার কাপ জন্য আমাদের ৪০ দিন অপেক্ষা করতে হবে। এটাই যা সমস্যা।”

আরও পড়ুন:আজ বাগানের সামনে জামশেদপুর, হুগোকে নিয়েই সংশয় 

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version