Sunday, May 4, 2025

আজ আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। বেঙ্গালুরু এফসি-র কাছে হেরে আইএসএলে প্রথম ছয়ে থাকার লক্ষ্যে চাপে পড়েছে মোহনবাগান। চাপ বাড়ছে কোচ জুয়ান ফেরান্দোর উপরও। বৃহস্পতিবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ সবুজ-মেরুনের। কার্ড সমস্যা কাটিয়ে এই ম্যাচে হুগো বৌমোসের খেলার কথা থাকলেও নতুন করে চোটের কবলে পড়েছেন বাগানের ফরাসি তারকা। বুধবার সকালে মোহনবাগান মাঠে অনুশীলনে নামতে পারেননি বুমোস। সূত্রের খবর, তিনি নাকি দলের সঙ্গে জামশেদপুর যাননি।

গতবারের লিগ-শিল্ডজয়ী জামশেদপুর এবার পয়েন্ট টেবলে নিচের দিকে রয়েছে। লিগ টেবলে জামশেদপুর রয়েছে ১০ নম্বরে। কৃষ্ণাদের কাছে হেরে মোহনবাগান নেমেছে পাঁচ নম্বরে। ড্যানিয়েল চিমা চুকুদের বিরুদ্ধে পুরো পয়েন্ট ঘরে তুলতে না পারলে প্লে-অফে ওঠার আশা জোর ধাক্কা খাবে বাগান ব্রিগেড। মোহনবাগান শিবির অবশ্য বেঙ্গালুরু ম্যাচের হার ভুলে নতুন উদ্যমে জামশেদপুরের বিরুদ্ধে নামতে মরিয়া। উদ্বেগের জায়গা একটাই, দলে পজিটিভ স্ট্রাইকারের অভাব। অথচ, জুয়ান তা মনে করছেন না। তাঁর কথায়, “আমরা প্রচুর গোলের সুযোগ তৈরি করছি। তাতে যে কেউ গোল করতে পারে। নাম্বার নাইন গুরুত্বপূর্ণ নয়।”

জুয়ান আরও বলেন, “আমাদের সব সময় লক্ষ্য থাকে প্রতিটি ম্যাচ জেতা। লিগের শেষ চার ম্যাচেও আমাদের একই মানসিকতা থাকবে। বেঙ্গালুরু এবং জামশেদপুর প্রায় একই ধরনের ফুটবল খেলে। ম্যাচে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আমাদের।”

আরও পড়ুন:দ্রুততম ভারতীয় বোলার হিসাবে টেস্টে ৪৫০ উইকেট অশ্বিনের, দুরন্ত প্রত‍্যাবর্তন জাড্ডুর

 

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version