Sunday, November 16, 2025

আদানি ইস্যুতে সংসদে ‘নীরব’ মোদি, ‘গান্ধী’ পদবি নিয়ে খোঁচা কংগ্রেসকে

Date:

আদানি ইস্যুতে(Adani) বিরোধীদের বিক্ষভে উত্তাল সংসদ(Parliament)। সরকারের কাছে আদানিকাণ্ডে সুপ্রিম নজরদারিতে তদন্তের দাবি জানানো হলেও সরকার এনিয়ে কোনও উচ্চবাচ্য করতে নারাজ। বৃহস্পতিবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে আদানি ইস্যু সম্পূর্ণরুপে এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। অন্যদিকে, নাম না করে রাহুল সোনিয়াদের গান্ধী পদবি নিয়ে কটাক্ষও করতে দেখা যায় তাঁকে। পাশাপাশি মোদির ভাষণের সময় ব্যাপক বিক্ষোভ শুরু করে বিরোধীরা।

এদিন প্রধানমন্ত্রীর ভাষণের শুরুতেই বিরোধীদের তুমুল বিক্ষোভ দেখাতে দেখা যায়। “মোদি-আদানি ভাই ভাই” স্লোগান ওঠে রাজ্যসভায় (Rajya Sabha)। বিরোধীরা চেঁচাতে থাকেন, “পিএম মোদি কুছ তো বোলো।” এই আবহে বলতে উঠে প্রধানমন্ত্রী সুর চড়ান বিরোধীদের বিরুদ্ধে। গান্ধীদের নাম না করেই খোঁচা দিয়ে তিনি বলেন, “হিসেব করে দেখা গিয়েছে, সবচেয়ে বেশি সরকারি প্রকল্পের নামের সঙ্গে নেহরু জড়িয়ে রয়েছে। ৬০০টি সরকারি প্রকল্পের নাম নেহরুর নামে রাখা হয়েছে। আমি তো বুঝতে পারি না, তাঁর পরিবারের বর্তমান প্রজন্ম এই নেহরু পদবি কেন ব্যবহার করতে ভয় পান কেন? নেহরু পদবি ব্যবহার করতে কিসের লজ্জা এঁদের?”

এর পাশাপাশি কংগ্রেসকে আক্রমণ করে তিনি আরও বলেন, “ওঁরা বলতেন, গরিবি হঠাও, কিন্তু চার দশক ধরে তাঁরা কিছুই করেননি। কিন্তু আমরা সাধারণ মানুষের আশা পূরণ করতে সক্ষম হয়েছিল। দেশের মানুষের আশা পূর্ণ হয়েছে। আপনারা যত কাদা ছুড়বেন, ততই আরও বেশি করে পদ্মফুল ফুটবে।” তবে এত বিতর্ক সত্ত্বেও আদানি ইস্যুতে কিন্তু কোনও বিবৃতি দেননি মোদি। বুধবারও তিনি ভাষণ দিয়েছিলেন। দু’দিন মিলিয়ে প্রায় ২ ঘণ্টার বেশি সময় ভাষণ দিলেও ওই বিতর্কে একেবারেই টুঁ শব্দ করেননি প্রধানমন্ত্রী।

Related articles

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...

ছাত্রদের কাঁধে বন্দুক রেখে টলিউডে অন্য খেলা? 

ফিল্ম স্কুলের ছাত্র-ছাত্রীরা কমার্শিয়াল ছবি বানালে সে ক্ষেত্রে তাঁরা টলিউডের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখাতে পারেন কি? যখন সেই...

বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে? তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু। একদিকে নীতীশ কুমারের...

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...
Exit mobile version