Sunday, November 16, 2025

আদানি ইস্যুতে সংসদে ‘নীরব’ মোদি, ‘গান্ধী’ পদবি নিয়ে খোঁচা কংগ্রেসকে

Date:

আদানি ইস্যুতে(Adani) বিরোধীদের বিক্ষভে উত্তাল সংসদ(Parliament)। সরকারের কাছে আদানিকাণ্ডে সুপ্রিম নজরদারিতে তদন্তের দাবি জানানো হলেও সরকার এনিয়ে কোনও উচ্চবাচ্য করতে নারাজ। বৃহস্পতিবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে আদানি ইস্যু সম্পূর্ণরুপে এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। অন্যদিকে, নাম না করে রাহুল সোনিয়াদের গান্ধী পদবি নিয়ে কটাক্ষও করতে দেখা যায় তাঁকে। পাশাপাশি মোদির ভাষণের সময় ব্যাপক বিক্ষোভ শুরু করে বিরোধীরা।

এদিন প্রধানমন্ত্রীর ভাষণের শুরুতেই বিরোধীদের তুমুল বিক্ষোভ দেখাতে দেখা যায়। “মোদি-আদানি ভাই ভাই” স্লোগান ওঠে রাজ্যসভায় (Rajya Sabha)। বিরোধীরা চেঁচাতে থাকেন, “পিএম মোদি কুছ তো বোলো।” এই আবহে বলতে উঠে প্রধানমন্ত্রী সুর চড়ান বিরোধীদের বিরুদ্ধে। গান্ধীদের নাম না করেই খোঁচা দিয়ে তিনি বলেন, “হিসেব করে দেখা গিয়েছে, সবচেয়ে বেশি সরকারি প্রকল্পের নামের সঙ্গে নেহরু জড়িয়ে রয়েছে। ৬০০টি সরকারি প্রকল্পের নাম নেহরুর নামে রাখা হয়েছে। আমি তো বুঝতে পারি না, তাঁর পরিবারের বর্তমান প্রজন্ম এই নেহরু পদবি কেন ব্যবহার করতে ভয় পান কেন? নেহরু পদবি ব্যবহার করতে কিসের লজ্জা এঁদের?”

এর পাশাপাশি কংগ্রেসকে আক্রমণ করে তিনি আরও বলেন, “ওঁরা বলতেন, গরিবি হঠাও, কিন্তু চার দশক ধরে তাঁরা কিছুই করেননি। কিন্তু আমরা সাধারণ মানুষের আশা পূরণ করতে সক্ষম হয়েছিল। দেশের মানুষের আশা পূর্ণ হয়েছে। আপনারা যত কাদা ছুড়বেন, ততই আরও বেশি করে পদ্মফুল ফুটবে।” তবে এত বিতর্ক সত্ত্বেও আদানি ইস্যুতে কিন্তু কোনও বিবৃতি দেননি মোদি। বুধবারও তিনি ভাষণ দিয়েছিলেন। দু’দিন মিলিয়ে প্রায় ২ ঘণ্টার বেশি সময় ভাষণ দিলেও ওই বিতর্কে একেবারেই টুঁ শব্দ করেননি প্রধানমন্ত্রী।

Related articles

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...
Exit mobile version