‘গরু আলিঙ্গন’-এর আইডিয়া সুপার ফ্লপ, নির্দেশ প্রত্যাহার কেন্দ্রের !

গো-মাতাকে নিয়ে বাড়াবাড়ি মোটেও পছন্দ নয় নেটিজেনদের । সূত্রের খবর সমালোচনার মুখে শেষপর্যন্ত, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে -কে গরুকে আলিঙ্গন দিবস (Cow Hug Day) হিসেবে পালনের নির্দেশ প্রত্যাহার করতে বাধ্য হল কেন্দ্র।

0
1

‘গরু’কে শিখণ্ডী করে রাজনৈতিক ফায়দা আর তোলা হল না। ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে মানুষকে সমস্যায় রাখা যেন বিজেপির নিত্যদিনের প্রাক্টিস হয়ে দাঁড়িয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। গত তিনদিন ধরে সংবাদের শিরোনামে ‘গরু’। ভালবাসার দিনের (Valentines Day) নতুন নামকরণ করতে উঠে পড়ে লেগেছিল গেরুয়া শিবির (BJP)। কিন্তু এবারও তাঁরা সম্পূর্ণ ব্যর্থ। ভ্যালেন্টাইন্স ডে-তে গরুকে আলিঙ্গনের বার্তার (Cow Hug Day ) ইস্যুতে মূলত বিতর্ক এতটাই তীব্র হয় যে শেষমেশ নির্দেশ প্রত্যাহার করতে বাধ্য হল বিজেপি সরকার।

গরুকে আলিঙ্গন করে ভালবাসার দিনের এক নতুন নাম দিতে চেয়েছিল বিজেপি। স্পষ্ট ভাবেই হিন্দু ভোট ব্যাংক আরও বেশি করে ভরাট করার লক্ষ্যে যে নাটক দেখানর চেষ্টা করেছিলেন তাঁরা, তার কড়া সমালোচনা শুরু হয় সব মহলে। তাই এবার পিছু হটতে হল। মোদি সরকার ক্ষমতায় আসার পরেই গো-মাতা নিয়ে সস্তা দরের রাজনীতি শুরু হয়েছে বলেই মত নেটাগরিকদের। তাঁরা বলছেন এই রাজনীতির অন্যতম হোতা হচ্ছেন গো-মাতা ভক্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যদিও গো-মাতাকে নিয়ে বাড়াবাড়ি মোটেও পছন্দ নয় নেটিজেনদের । সূত্রের খবর সমালোচনার মুখে শেষপর্যন্ত, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে -কে গরুকে আলিঙ্গন দিবস (Cow Hug Day) হিসেবে পালনের নির্দেশ প্রত্যাহার করতে বাধ্য হল কেন্দ্র।