সৌদিতে রোনাল্ডো ঝড়, ৫০০ গোলের মাইলফলক স্পর্শ সিআরসেভেনের

এখনও পযর্ন্ত রোনাল্ডো স্পোর্টিং সিপির হয়ে ৩ গোল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে দুই স্পেল মিলিয়ে ১০৩ গোল, রিয়েল মাদ্রিদের হয়ে ৩১১, জুভেন্তাসের জার্সি হয়ে ৮১ গোলের এবং

সৌদিতে রোনাল্ডো ঝড়। বৃহস্পতিবার রাতে আল ওয়াহেদার বিরুদ্ধে একাই চার গোল সিআরসেভেনের। তাঁর গোলেই আল ওয়াহেদার  বিরুদ্ধে ৪-০ গোলে জেতে আল নাসের। আর রোনাল্ডোর এই গোলের ফলে ক্লাব ফুটবলে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি। এখনও পর্যন্ত পাঁচটি ক্লাবের হয়ে খেলে ৫০০-র বেশি গোল করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

এখনও পযর্ন্ত রোনাল্ডো স্পোর্টিং সিপির হয়ে ৩ গোল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে দুই স্পেল মিলিয়ে ১০৩ গোল, রিয়েল মাদ্রিদের হয়ে ৩১১, জুভেন্তাসের জার্সি হয়ে ৮১ গোলের এবং নতুন ক্লাব আল নাসের হয়ে এখনও পযর্ন্ত পাঁচ গোল করেছেন। যার সুবাদে সিআরসেভেন এখনও পর্যন্ত ক্লাব ফুটবলে ৫০০-র বেশি গোল করে ফেলেছেন।

বৃহস্পতিবার আল ওয়াহেদার বিরুদ্ধে বিরতির আগেই জোড়া গোল করেন রোনাল্ডো। যার ফলে ম‍্যাচের প্রথমার্ধে ২-০ এগিয়ে থাকে আল নাসের। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক করেন তিনি। এরপর চতুর্থ গোল আসে ৬১ মিনিটে।

এই জয় এবং নিজের ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করে রোনাল্ডো সোশ্যাল মিডিয়ায় লেখেন,” চারটে গোল করে দারুণ লাগছে। ৫০০টা গোল হয়ে গেল লিগের ম্যাচে। সেই সঙ্গে দলের জয়।”

Murphy Brown (Official Site) Unternehmen in Oberalm on CBS All Access

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস