Thursday, August 21, 2025

টুইটার থেকে গুগল, মেটা থেকে উইপ্রো– একের পর এক সংস্থা গত কয়েক মাস ধরে হাঁটছে গণছাঁটাইয়ের পথে।এবার একই পথে হাঁটতে চলেছে ইয়াহুও। বিশ্বজুড়ে বাড়তে থাকা গণছাঁটাইয়ের আবহে তারা জানিয়ে দিল, ২০ শতাংশেরও বেশি কর্মীর সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। তাদের ‘অ্যাড টেক ইউনিট’কে ঢেলে সাজতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন কোম্পানির কর্তারা। এর ফলে ১৬০০-রও বেশি সংখ্যক কর্মী কাজ হারাবেন বলে জানা গেছে।

আরও পড়ুন:Bisakh Mondal: গুগল,অ্যামাজন নয়, ফেসবুককেই বাছলেন যাদবপুরের পড়ুয়া !

এভাবে একের পর এক তথ্যপ্রযুক্তি সংস্থায় বড় বড় ছাঁটাইয়ের সিদ্ধান্তে বিশ্বজুড়ে বিপাকে পড়েছেন আইটি কর্মীরা। তথ্য বলছে, এই ক্ষেত্রে গত বছর ৯৭ হাজার ১৭১ জন ছাঁটাই হয়েছেন। এ বছর সেই সংখ্যা আরও বেশি হতে পারে বলেই আশঙ্কা। এই পরিস্থিতিতে অর্থনীতিকরা প্রমাদ গুণছেন। আজ বহুজাতিক প্রযুক্তি সংস্থা থেকে চাকরি যাচ্ছে। কাল সেই সংক্রমণ ঘটবে ঘরোয়া প্রযুক্তি সংস্থাগুলোতেও।

জানেন কী কেন মোটা মুনাফা করা প্রযুক্তি সংস্থাগুলি পর্যন্ত কর্মী ছাঁটাইয়ের জন্য হাত ধুয়ে নেমে পড়েছে?

প্রতিটি কোম্পানির আর্থিক অবস্থা ও অভ্যন্তরীণ সমীকরণ ভিন্ন। তবে এও ঠিক, মোটের উপর কিছু কারণ ছাতার মতো বিস্তার করে রয়েছে সিলিকন ভ্যালির উপর।
অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এর একটা কারণ কোভিড। লকডাউনের সময়ে মানুষের জীবনটাই যেন অনলাইন হয়ে গিয়েছিল। পড়াশুনা, কেনাকাটা, চিকিৎসা, পরিষেবার ফি জমা দেওয়া, ব্যাঙ্কিং ইত্যাদি সবই প্রায় অনলাইনে শুরু হয়ে গিয়েছিল। অফিসে যাওয়ার ব্যাপার ছিল না। শনিবার রাতে বাইরে খেতে যাওয়া বা পানশালায় যাওয়ার সুযোগ ছিল না। গেমস পর্যন্ত খেলতে হয়েছে স্ক্রীনে।

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version