খোলামেলা পোশাক নয়, এবার গেরুয়া শিবিরের বিরুদ্ধে মুখ খুললেন উরফি !

কেন্দ্র থেকে শুরু করে বিজেপি শাসিত রাজ্যেও নামবদল করতে দেখা গিয়েছে গেরুয়া শিবিরকে (BJP)। যার পিছনে উদ্দেশ্য প্রণোদিত রাজনীতির অভিযোগ বারবার তুলেছেন বিরোধীরা।

0
2

বলিউডের বিতর্কিত মডেল – অভিনেত্রী উরফি জাভেদ (Uorfi Javed),নানা সময়ে খবরের শিরোনামে তিনি। কখনও খোলামেলা পোশাক পরে সমালোচনার শিকার হয়েছেন আবার কখনও উদ্ভট পোশাকের কারণে ‘ ট্রোলড’ হতে হয়েছে তাঁকে। কিন্তু এই সব কিছু সত্ত্বেও নিজের অবস্থান থেকে এতটুকু সরেন নি। এবার রাজনৈতিক বিষয়ে মন্তব্য করে ফের খবরের শিরোনামে উরফি (Uorfi Javed)। বিজেপির (BJP)’নাম বদলের রাজনীতি’র বিরুদ্ধে মুখ খুললেন বিতর্কিত মডেল।

বুধবার উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক (Brajesh Pathak) একটি মন্তব্য করেছেন যেখানে বলা হয়েছে লখনউয়ের নাম বদলে করা হতে পারে ‘লক্ষ্মণ নগরী’। এরপর থেকেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। উপমুখ্যমন্ত্রীর এই মন্তব্যে সম্প্রতি টুইটে প্রতিক্রিয়া দিয়েছেন উরফি। তিনি লিখেছেন, “এই নাম বদলে লাভ কোথায়? আমি গণতান্ত্রিক দেশে থাকতে চাই। না হিন্দু রাষ্ট্র, না মুসলিম রাষ্ট্র।” কেন্দ্র থেকে শুরু করে বিজেপি শাসিত রাজ্যেও নামবদল করতে দেখা গিয়েছে গেরুয়া শিবিরকে (BJP)। যার পিছনে উদ্দেশ্য প্রণোদিত রাজনীতির অভিযোগ বারবার তুলেছেন বিরোধীরা।

যিনি রাজনীতির সঙ্গে কোনও ভাবেই যুক্ত নন সেই উরফি হঠাৎ এইরকম একটা বিষয়ের মধ্যে কেন প্রবেশ করলেন? বিটাউন বলছে সম্প্রতি মুম্বইয়ে নতুন বাড়ি খুঁজতে গিয়ে বিপাকে পড়েছেন উরফি। তিনি বলছেন তাঁর এই হয়রানির কারণ পোশাক নয় বরং তাঁর ধর্ম। তিনি স্যোশাল মিডিয়ায় তাঁর ক্ষো*ভ উগরে দিয়ে লিখেছেন,”মুসলিমরা বাড়ি ভাড়া দিচ্ছেন না আমাকে, কারণ আমি যে ধরনের পোশাক পরি তা তাঁদের অপছন্দ। হিন্দুরা আমাকে বাড়ি ভাড়া দিচ্ছেন না আমি মুসলিম বলে। মুম্বইতে বাড়ি পাওয়া সত্যি দুষ্কর হয়ে উঠেছে আমার জন্যে।”

এখন লখনউ- এর নাম বদল প্রসঙ্গের সঙ্গে উরফির ব্যক্তিগত খারাপ অভিজ্ঞতার যোগসূত্র খুঁজছে টিনসেল টাউন।