Tuesday, December 16, 2025

কোনও শিক্ষককে মেয়েদের স্কুলে বদলি করা যাবে না! নয়া গাইডলাইনে আর কী জানাল স্কুল শিক্ষা দফতর

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনে শিক্ষকদের বদলি নিয়ে সাতদফার নতুন গাইডলাইন (Guideline) প্রকাশ করল স্কুল শিক্ষা দফতর। আর গাইডলাইন অনুযায়ী, কোনও শিক্ষককে মেয়েদের স্কুলে বদলি করা যাবে না! এই নির্দেশিকা জারি হতেই তা নিয়ে আলোচনা শুরু হয়। তবে, গাইড লাইনে স্কুলের ছাত্রছাত্রী (Student) ও শিক্ষকশিক্ষিকার (Teacher) অনুপাত বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে ।

*একনজরে নয়া গাইড লাইন-*

• প্রতিটি স্কুলে ছাত্রছাত্রী ও শিক্ষকশিক্ষিকার অনুপাত বজায় রাখতে হবে।

• যে সব স্কুলে পড়ুয়ার তুলনায় শিক্ষক-শিক্ষিকার সংখ্যা বেশি, সেখান থেকে কম শিক্ষকশিক্ষিকার স্কুলগুলিতে বদলি করতে হবে।

• শিক্ষকের ঘাটতির কারণে যে সব স্কুলে সমস্যা দেখা দিয়েছে, সেই সব স্কুলে অগ্রাধিকারের ভিত্তিতে শিক্ষক-শিক্ষিকাদের পাঠানোর কথা বলা হয়েছে।

• নতুন যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের শিক্ষক-শিক্ষিকা কম রয়েছে, এমন স্কুলে পাঠাতে বলা হয়েছে।

• জেলার যে স্কুলে শিক্ষকের সংখ্যা বেশি, সেখানকার শিক্ষককে ওই জেলারই কম শিক্ষক থাকা স্কুলে বদলি করা যেতে পারে।

• কোনও শিক্ষককে মেয়েদের স্কুলে বদলি করা যাবে না।

• বদলির সময় শিক্ষক-শিক্ষিকাদের ঠিকানার কথাও মাথায় রাখতে হবে।

• বদলির সময় শিক্ষক-শিক্ষিকাদের বাসস্থানের ঠিকানাও মাথায় রাখতে হবে।

• তা যদি মানা সম্ভব না হয়, তবে সেই জোন-এর অধীনে কোনও স্কুলে বদলি করতে হবে।

• বদলির সময় শিক্ষকশিক্ষিকার পড়ানোর বিষয় এবং মাধ্যম যাতে একই থাকে, তাও মাথায় রাখতে হবে।

যাঁদের অবসরের ২ বছর বা তার কম সময় বাকি রয়েছে, যাঁদের শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, যাঁদের বাড়িতে ছোট সন্তান রয়েছে, গাইডলাইনে তাঁদের বদলি না করার কথা বলা হয়েছে।

আরও পড়ুন- রাজনৈতিক মদতে হেনস্থা, এবার বিশ্বভারতীকে কড়া চিঠি অমর্ত্যর আইনজীবীর

কোন স্কুলে শিক্ষকের সংখ্যা কম, কোথায় বেশি রয়েছে, সেই সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট জেলার ডিআই-কে স্কুল শিক্ষা দফতরকে জানাতে হবে বলেও গাইড লাইনে বলা হয়েছে।

 

 

spot_img

Related articles

ভারত না থাকলে বাংলাদেশের স্বাধীনতা সম্ভব হত না: ‘বিজয় দিবস’-এ শ্রদ্ধা জানিয়ে স্বীকার মুক্তিযোদ্ধার

বাংলাদেশের (Bangladesh) ৫৪তম স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর (Army) পূর্বাঞ্চলীয় সদর কলকাতায় পালিত হল হিসেবে। মঙ্গলবার সেখানে বিশেষ যৌথ অনুষ্ঠানের...

বরাদ্দ বন্ধের জবাব চাইবেন ১০ তৃণমূল সাংসদ: বুধে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক

অবশেষে তৃণমূল সাংসদদের দাবির কাছে নতিস্বীকারে বাধ্য হল কেন্দ্রের বিজেপি সরকার। দীর্ঘদিন ধরে টালবাহানার পরে অবশেষে তৃণমূল সাংসদদের...

জরুরি অবতরণের সময় কারখানার ছাদে ভেঙে পড়ল প্রাইভেট জেট, মৃত ৭

মেক্সিকোয় জরুরি অবতরণ (Mexico Plane Accident) করতে গিয়ে কারখানার ছাদে ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। দুর্ঘটনার পরপরই বিমানে...

২৫ কোটি নয়, গ্রিন পাবেন রিঙ্কুর সমান মূল্য, দল গঠনে চমক কেকেআরের

রাজস্থান এবং চেন্নাই সুপার কিংসকে টেক্কা দিয়ে  ক্যামেরন   গ্রিনকে(Cameron Green) শেষ পর্যন্ত ২৫.২০ কোটিতে কিনল কেকেআর। শুধু কেকেআর...